বন্যাকবলিত শ্রীলঙ্কায় পাকিস্তানের পাঠানো মেয়াদোত্তীর্ণ খাদ্য ও চিকিৎসা সামগ্রীর ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এতে কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে ইসলামাবাদে।

সম্প্রতি শ্রীলঙ্কায় পাকিস্তান হাইকমিশনের এক্স হ্যান্ডলে ত্রাণ–সামগ্রীর ছবি পোস্ট করে জানানো হয়, ‘এই কঠিন সময়ে কলম্বোর পাশে রয়েছে পাকিস্তান।’ খবর- এনডিটিভির
কিন্তু ছবিগুলোতে দেখা যায়, খাদ্যসামগ্রীর প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ‘ অক্টোবর, ২০২৪। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর কর্তৃপক্ষ সেগুলো সম্পূর্ণ অকার্যকর ও মেয়াদোত্তীর্ণ বলে চিহ্নিত করে।
শ্রীলঙ্কার ত্রাণ কর্মকর্তারা সমস্যাজনক এই চালানটি শনাক্ত করে কলম্বো থেকে ইসলামাবাদকে অনানুষ্ঠানিক এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।
আরেকজন প্রশ্ন তোলেন, ‘পরীক্ষা না করেই এমন ছবি প্রকাশ্যে পোস্ট করা হলো কীভাবে?’
পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এক্স–এ ভাইরাল অপর একটি পোস্টে উল্লেখ করা হয়, ‘এটি প্রথম নয়—পাকিস্তান আগেও বিভিন্ন দেশের পুরোনো বা মেয়াদোত্তীর্ণ ত্রাণ অন্যত্র পাঠিয়ে মানবিক সহায়তা হিসেবে দাবি করেছে।’
২০২১ সালে তালেবান আফগানিস্তান দখলের পর ভারত পাকিস্তানের মাধ্যমে আটা পাঠালে তা দূষিত অবস্থায় পৌঁছেছিল—এ ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।
অবশেষে যুক্তরাষ্ট্রে স্থগিতই হলো ১৯ দেশের অভিবাসন প্রক্রিয়া
শ্রীলঙ্কায় বন্যায় মৃতের সংখ্যা ৪৫০ ছাড়াল: সাইক্লোন দিতওয়া–র ফলে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী কলম্বোসহ বহু এলাকায় পানি আরও বেড়ে চলেছে এবং কয়েকটি অঞ্চলে ভূমিধসের সতর্কতা জারি রয়েছে। হাজারো মানুষ পানিবন্দি; ভিডিওতে দেখা গেছে অনেকেই বাড়ির ছাদে উঠে সাহায্যের অপেক্ষায় আছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পরিস্থিতিকে দেশের ‘ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ’ উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



