স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে দুই দলের ম্যাচটি অলিখিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছিল। বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের লড়াইয়ে যে জিততো, সে দলই পেতো শেষ চারের টিকিট। গুরুত্বপূর্ণ ওই লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরে গেছে আকবর আলীর দল। এই হারে ইমার্জিং এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।
আর আকবরদের হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। এমন সমীকরণে উড়ন্ত শুরু পায় লঙ্কানরা। মাহফুজুর রহমানের করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে যশোধা ২১ রানে আউট হলেও পাওয়ার প্লের ৬ ওভারে ৫৪ রান তোলে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬১ রান তোলে লঙ্কানরা।
রান তাড়ায় ৪১ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশও। এমন শুরুর পরও আকবর আলীর দলের ইনিংস শেষ হয়েছে ১৪২ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।