স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সেমির আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের সামনেই।
ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ১০টায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। জয়ের লক্ষ্যে টস জিতে লঙ্কানদের বোলিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
গ্রুপ-১’এ ৩ ম্যাচ শেষে শ্রীলঙ্কা-আফগানিস্তানের পয়েন্ট সমান ২ করে। শ্রীলঙ্কা ১টি ম্যাচ জিতলেও ২টিতে পরাজিত হয়েছে। আফগানিস্তান নিজেদের তিন ম্যাচের মধ্যে ১টিতে হেরেছে আর ২টি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। টেবিলের সবশেষ দু’টি স্থানে আছে এই দু’দল।
আজ নিজেদের চতুর্থ ম্যাচ যে জিতবে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের উপরের ওঠার সঙ্গে সেমির দৌঁড়েও টিকে থাকবে সেই দল। আর হেরে যাওয়া দলের সেমির আশা শেষ হয়ে যাবে অনেকটাই। শেষ দুই রাউন্ডে অন্যান্য দলগুলোর হার-জিতের সমীকরণেও নির্ধারিত হবে সেমিফাইনাল।
জয়ের লক্ষ্যে মাঠে নামা দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। শ্রীলঙ্কা একাদশে চামিকা করুণারত্নের জায়গায় সুযোগ পেয়েছেন প্রমোদ মাদুশান, আর আফগান একাদশে হজরতুল্লাহ জাজাইয়ের জায়গায় এসেছে গুলবাদিন নায়েব।
আফগানিস্তান একাদশ : মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গনি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবুল্লাহ জাদরান, ফরিদ মালিক, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, প্রমোদ মাদুশান, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।