আন্তর্জাতিক ডেস্ক : উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘শয়তানের জুতা’ তৈরির অভিযোগে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এমএসসিএইচএফ’এর বিরুদ্ধে মামলা করেছে অ্যাথলেটিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। এই জুতার সঙ্গে র্যাপার লিল নাস এক্স’রও সংযোগ আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জুতাটির লাল রঙের সোলে একফোটা মানুষের রক্ত ব্যবহার করার খবরও ছড়িয়েছে।
মামলায় নাইকি বলেছে, এমএসসিএইচএফ’র শয়তানের থিমে বানানো জুতায় পাতলা কালো এবং লাল রঙের ব্যবহারে ট্রেডমার্ক আইন লঙ্ঘিত হয়েছে, যা সোমবার ব্যাপকহারে বিক্রি হয়েছে। এই মামলায় যদিও লিল নাস এক্স-কে আসামি করা হয়নি।
নাইকি এয়ার ম্যাক্স-৯৭ নামের ওই কেডসে লাল রঙ ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে এক ফোঁটা মানুষের রক্ত আছে। একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ জুতা অল্পসংখ্যায় মাত্র ৬৬৬ জোড়া তৈরি হয়েছে। একজোড়া জুতার একটির পেছনে এমএসসিএইচএফ এবং অন্যটির পেছনে লিল নাস এক্স লেখা আছে।
একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতি জোড়া ‘শয়তানের জুতা’র দাম ছিল ১ হাজার ১৮ মার্কিন ডলার। সোমবার এক মিনিটেই অনলাইনে সব জুতা বিক্রি হয়ে গেছে।