জুমবাংলা ডেস্ক : নাটোরের গুরুদাসপুর পৌরসদরের আনন্দনগর মহল্লার এক শয়ন ঘরের মেঝে থেকে ২৪টি গোখরা সাপের বাচ্চা ও ১টি মা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার বিকেলে মৃত সাদেক আলীর ছেলে সৈয়দ আলীর ঘরের মেঝে খুঁড়ে ওই সাপগুলো উদ্ধার করা হয়। এঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গত সোমবার সকালে কৃষক সৈয়দ আলীর স্ত্রী মেঝে পরিষ্কার করতে গিয়ে সাপের খোলস দেখতে পান। সেইদিনই ভোররাতে তার নাতনিকে সাপে কাটলে স্থানীয় ওঝা দিয়ে বিষমুক্ত করেন। পরে স্থানীয়দের পরামর্শে সাপের উপদ্রব থেকে বাঁচতে খাটের নিচে কার্বলিক এসিড রেখে দেন।
গত বুধবার বিকালে কৃষক সৈয়দ আলী মেঝেতে একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে এলাকাবাসী মেঝে খুঁড়তে থাকলে একের পর এক বেড়িয়ে আসে সাপের বাচ্চাগুলো। একসময় মা সাপটিও বেড়িয়ে আসে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে সাপগুলো মেরে ফেলেন।
সৈয়দ আলী জানান, মেঝে খোঁড়ার সময় কোদাল ও সাবলের আঘাতে সাপের বাচ্চাগুলো মারা যায়। মা সাপটিকে পরে মেরে ফেলা হয়েছে। সাপগুলো মাটিচাপা দেওয়া হয়। তিনি ধারনা করছেন ঘরে আরো সাপ থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।