গাজীপুর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রেখে সংবিধান প্রনয়ণ করে রেখে গেছেন। কাজেই এদেশে সংখ্যালগু বলে কোনও কথা নেই।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সগযোগিতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় উপজেলার ৬৩টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে আর্থিক
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে দেওপাড়া এলাকার নিজ বাস ভবনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী চুমকি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করে থাকেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশ এখন আর ফকির বা গবির দেশ নয়। বাংলাদেশ এখন চেয়ে-চিন্তে খাওয়ার দেশ নয়। বরং দেশ এখন এতটাই সমৃদ্ধ যে অন্য গরীব দেশগুলোকে সহযোগিতা করতে পারে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র জন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, গাজীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ বেগম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেহের আফরোজ চুমকি এমপি গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী এলাকার ৬৩টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাকদের হাতে ২০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।