স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্ট্যান্ডার্ড এডিশনের জনপ্রিয়তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে গ্যালাক্সি এস২৩ আলট্রাতে নজরকাড়া ফিচার থাকায় এটি মার্কেটে সেরা স্মাটফোন হতে পারে। কেননা গ্যালাক্সি এস২৩ আলট্রাতে যথেষ্ট পরিমাণ আপগ্রেড আসতে যাচ্ছ। এসব আপগ্রেড গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন এ ছিলোনা। এজন্য ক্রেতাদের গ্যালাক্সি এস২৩ আলট্রা স্মার্টফোন নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
বিশ্লেষকরা দাবি করছেন যে, গ্যালাক্সি এস২২ আলট্রা স্মাটফোনে তেমন উল্লেখযোগ্য আপগ্রেড ছিলোনা । তবে গ্যালাক্সি এস২৩ স্মার্টফোন এ উল্লেখযোগ্য আপগ্রেড থাকায় এটি স্যামসাং এর মধ্যে সেরা স্মার্টফোন হতে যাচ্ছে। ইন্টারনেটে ফাঁস হওয়া এক তথ্যে বলা হয় যে, চমৎকার আলট্রা নাইট ফটোগ্রাফি মোড রিলিজ হওয়া নতুন স্মাটফোনে থাকতে যাচ্ছে।
পাঁচ বছরে স্যামসাং এর কোন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এতটা ইমপ্রুভমেন্ট আনা হয়নি যতটা ইমপ্রুভমেন্ট আনা হবে গ্যালাক্সি এস২৩ আলট্রা স্মার্টফোনে। নতুন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স তো অবশ্যই থাকছে। এ লেন্স এর ছবি বিশ্লেষণ করার ক্ষমতাও চোখে পড়ার মতো থাকবে।
সম্প্রতি এস২৩ আলট্রা স্মার্টফোন নিয়ে ভিডিও ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ট্রেইলার এ হ্যান্ডসেটটি দেখতে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এটির ডিসপ্লে এর সাইজ হতে যাচ্ছে ৬.৮ ইঞ্চি।
স্মার্টফোনটির ডিসপ্লের ব্রাইটনেস ২ হাজার নিট পর্যন্ত ওঠা সম্ভব। স্ক্রিনের দুই পাশে কার্ভ ডিজাইন দেখতে পারবেন। পাশাপাশি কর্নিল গরিলা গ্লাসের প্রটেকশন তো থাকছেই। স্যামসাং এর ডিভাইসে ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স থাকবে।
হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরায় 8K রেজুলেশন বজায় রেখে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। পাশাপাশি স্মার্টফোনের সামনে ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা লেন্স ইনস্টল করা থাকবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। এ ডিভাইসের সাথে আপনি ১২ জিবি র্যাম এবং এক টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্যামসাং এর নতুন হ্যান্ডসেট মার্কেটে রিলিজ করা হবে। স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৭০ হাজার রুপি ও ৯০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।