বিনোদন ডেস্ক : অভিনেত্রী রশ্মিকা মন্দানার গোটা ভারতজুড়ে বিশাল সংখ্যক ভক্ত রয়েছে। হিন্দিতেও কাজ করেছেন অভিনেত্রী। বহু চর্চিত ছবি ‘অ্যানিমাল’-এ রণবীর কপুরের স্ত্রী ‘গীতাঞ্জলি’র চরিত্রে অভিনয় করার পর তাঁর ফ্যান ফলোয়িং আরও বেড়ে যায়। তবে হিন্দি ডায়লগের অদক্ষতা নিয়ে সমালোচনাও চলে দর্শকমহলে।
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এসে বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন রশ্মিকা। বিশেষত ‘পুষ্পা-দ্য রাইস’ ছবিতে ‘শ্রীভল্লী’র চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। আসন্ন ছবি ‘পুষ্পা -দ্য রুল’-এও রয়েছেন রশ্মিকা। ফের একবার পর্দায় শ্রীভল্লী-পুষ্পার জুটি দেখার জন্য আগ্রহী দর্শকমহল।
এদিকে, বলিউড সুপারস্টার সালমান খানের আগামী ছবিতে দেখা যেতে চলেছে রশ্মিকাকে। পরিচালক এ আর মুরুগাদোসের আসন্ন ছবি ‘সিকান্দর’ ছবিতে নায়িকা হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর ঈদে আসতে চলেছে সালমান খানের ‘সিকান্দর’। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই ছবি প্রসঙ্গে রশ্মিকা জানান, দু’টি ছবিই তাঁর কাছে অত্যন্ত কাছের। সেই সঙ্গে দুই ছবিতেই তাঁর অভিনীত দুই চরিত্রই খুব প্রিয় অভিনেত্রীর। কিন্তু ‘পুষ্পা ২’ ও ‘সিকান্দর’ ছবি দু’টির শুটিং ডেট নিয়ে সাংঘাতিক হ্যাপা পোহাতে হয়েছিল রশ্মিকাকে। তাঁর কথায়, “সকালে উঠেই পুষ্পা ২-এর প্রস্তুতি নিতাম। শ্রীভল্লীর চরিত্রটি দর্শকের কাছে আরও ভালভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। সারাদিন পর শুট শেষ হলেই রাতে চলে যেতাম সিকান্দর-এর শুটিং ফ্লোরে। রাতভর চলত অ্যাকশন দৃশ্যের শুট। কঠিন হলেও কাজের মাঝে ব্যস্ত থাকতে বেশ পছন্দ করতাম।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।