স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ওয়ানডে সিরিজে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
সাধারণত দেড়টা বা আড়াইটায় খেলা শুরু হয়ে থাকে। তবে এবার ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়। বিসিবি প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, অনেক বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ রবিবার সাংবাদিকদের নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এখানে অনেক বিষয় বিবেচনা করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত নেয়ার আগে সম্প্রচার ব্যবস্থাপনা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool