লাইফস্টাইল ডেস্ক : যৌ’ন মিলনের পর অধিকাংশ পুরুষই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। একাকীত্ব গ্রাস করতে শুরু করে। শরীর ও মনে থাবা বসাতে থাকে তীব্র বিষাদ। বিশ্বব্যাপী সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা জানিয়েছেন, যৌ’ন সংসর্গের পরে শারীরিক এবং মানসিক অবসাদের শিকার হতে দেখা গেছে মেয়েদের। সেই সংখ্যাই তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু, পুরুষদের নিয়ে গবেষণা এই প্রথম। সেখানেও দেখা গেছে, শুধু মহিলারাই নন, একই রকম অবসাদের উপসর্গ দেখা যাচ্ছে পুরুষদের মধ্যেও।
অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, নিউজিল্যান্ড, জার্মানি-সহ বিশ্বের নানা দেশে প্রায় ১,২০৮ জন পুরুষের উপর অনলাইন সার্ভে করে দেখেন গবেষকেরা। অধ্যাপক এবং বিজ্ঞানী জোয়েল ম্যাকজোকোইয়াক বলেছেন, সমীক্ষায় দেখা গিয়েছে ৪০ শতাংশ পুরুষ যৌ’ন মিলনের পর চরম মানসিক অবসাদের শিকার হয়েছেন। ২০ শতাংশ জানিয়েছেন, প্রথমবার যৌ’ন মিলনে লিপ্ত হওয়ার পর এমন মানসিক স্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তারা। প্রথম চার সপ্তাহ ধরে চলেছিল এই অবস্থা।
সে’ক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপি নামক বিজ্ঞান পত্রিকায় এই গবেষণার ফল প্রকাশের পরেই বেশ নড়েচড়ে বসেন বিজ্ঞানীরা। সুস্থ এবং স্বাভাবিক যৌ’ন জীবনই শারীরিক এবং মানসিক সুস্থিতি ধরে রাখতে সাহায্য করে। দেখা গেছে, নিয়মিত যৌ’ন মিলনে লিপ্ত হন এমন দম্পতির মধ্যে সম্পর্কের বাঁধন অনেক বেশি দৃঢ়। তাহলে কেন এই অবসাদ? এর পিছনে কী রয়েছে জটিল জিনগত তথ্য? নাকি নেহাতই শারীরিক কোনও জটিলতা?
উত্তর দিলেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। সঙ্গ’মের পরে এই অবসাদের দশাকে (Stage) বিজ্ঞানের ভাষায় বলা হয় পোস্ট-কয়টাল ডিসফোরিয়া অথবা পোস্ট-কয়টাল ট্রিসটেস। পিসিডি-তে আক্রান্ত পুরুষ বা মহিলা সঙ্গ’মের পরে অবসাদ, মানসিক অস্থিরতা, উদ্বেগ, উত্তেজনায় ভোগেন।
পোস্ট-কয়টাল ডিসফোরিয়া আসলে কী?
পিসিডি একধরণের মনোরোগ যা অল্প সময় বা ক্ষেত্র বিশেষে দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, সঙ্গ’মের সময় বা সঙ্গ’ম পরবর্তী অর্গ্যা’সম চলাকালীন মানুষের শরীর থেকে নানা রকম হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ক্ষরণের ফলেই যে কোনও নারী বা পুরুষ After Pleasure অনুভব করেন।
অনেকক্ষেত্রে দেখা যায়, অর’গ্যাসমের সময় বিশেষত বী’র্যপাতের পর কোনও কোনও হরমোনের কারসাজিতেই এই মানসিক অস্থিরতা জন্ম হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত যৌ’ন মিলন করেন এমন পুরুষদের মধ্যে চার শতাংশই এই অবসাদ বা পিসিডি-তে ভোগেন।
কেমন প্রতিক্রিয়া হয় পিসিডি আক্রান্ত পুরুষদের?
সমীক্ষায় দেখা গিয়েছে, কোন পুরুষ বলেছেন, সঙ্গ’মের পরেই মনে হয়েছে আমি সম্পূর্ণ একা। কারোর ছোঁয়াও অসহ্য হয়ে উঠছে। এমন মনে হচ্ছে, সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাই। জীবনের সব ভাল মুহূর্তগুলি থেকে নিজেকে সরিয়ে নেই।
আবার নিজেকে পুরোপুরি অনুভূতিহীন মনে হয়েছে অনেক পুরুষের। যৌ’ন মিলনের পরেও তৃপ্তির স্বাদ পাননি বলেও জানিয়েছেন অনেকে। তবে, এই ধরণের মনোরোগের পিছনে জটিল মনস্তাত্ত্বিক কারণকেও বাদ দিচ্ছেন না বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার গবেষক জোয়েল ম্যাকজোকোইয়াকের মতে, অন্তরঙ্গ মুহূর্ত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর একাকীত্বের অনুভূতি হওয়াটা অস্বাভিক নয়।
পিসিডি-র ক্ষেত্রে দেখা যায় এই অনুভূতিই মাত্রা ছাড়া দশায় পৌঁছে গভীর বিষাদ ডেকে আনে। সঙ্গ’মকালীন কোন পুরুষ বা মহিলা পিসিডি-তে আক্রান্ত হলে সেই দশা ক্রমশ ছড়িয়ে পড়তে পারে তার পার্টনারের মধ্যেও।
গবেষকদের মতে, এই দশা থেকে বেরিয়ে আসার সবচেয়ে সুস্থ উপায় হল সঙ্গীর প্রতি ভালবাসা এবং ভরসা। গবেষক সেকউইটজারের মতে, গভীর ভালবাসা থেকে যারা সঙ্গ’মে লিপ্ত হন তাদের মধ্যে তুলনামূলকভাবে পিসিডি-তে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



