বিনোদন ডেস্ক : সারা তেন্ডুলকর। বর্তমানে ইন্টারনেট দুনিয়ার অন্যতম সেনসেশন বলা যেতেই পারে। সোশ্য়াল মিডিয়ায় তাঁর এক একটা পোস্ট কয়েক কোটি টাকা উপার্জন করে। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকরের খ্যাতি নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
তবে সারা একেবারে ভিন্ন পথে পা বাড়িয়েছেন। কোনও ফ্যাশন ইভেন্ট হোক কিংবা বন্ধুদের পার্টি, সারার উপস্থিতি প্রচারের যাবতীয় আলো কেড়ে নেয়। বলতে কোনও বাধা নেই, আজ সারা গ্ল্যামার দুনিয়ার অন্য়তম পরিচিত মুখ হয়ে উঠেছেন। নিজের দমেই গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি।
১৯৯৭ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন সারা। বাবা সচিন এবং মা অঞ্জলির একমাত্র মেয়ে তিনি। ভাই অর্জুন তেন্ডুলকর বাবার দেখানো পথ অনুসরণ করে ক্রিকেট ময়দানে মাটি শক্ত করছেন। কিন্তু, সারা তাঁর মায়ের দেখানো পথে মেডিক্যাল লাইনে পা বাড়িয়েছেন। ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সারা বায়োমেডিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
কতদুর লেখাপড়া করেছেন সারা?
এরপর লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে তিনি ক্লিনিকাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে মাস্টার্স ডিগ্রি করেন। আপাতত তিনি একজন নিউট্রিশন কোচ হিসেবে নিজের কেরিয়ার সমৃদ্ধ করতে চান। তবে আজ তিনি শুধুমাত্র নিউট্রিশন কোচই নন, একজন স্বনামধন্য় মডেলও বটে।
বিজনেস উওম্যান সারা
২০২১ সাল সারা তেন্ডুলকর অজিও লুক্স থেকে নিজের মডেলিং কেরিয়ার শুরু করেন। তারপর থেকে মডেল দুনিয়ায় সচিন কন্যা যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকটি ফ্যাশন শো’য়ে সারা তেন্ডুলকরকে দেখতে পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়। মডেলিংয়ের পাশাপাশি সারা তেন্ডুলকর ব্যবসাও সামলান। তিনি সারা প্ল্যানার্স নামে একটি অনলাইন বিজনেসও শুরু করেছেন। সেখানে তিনি ডায়েরি বিক্রি করেন।
সাকিব কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি? প্রশ্ন অভিনেত্রীর
সারা তেন্ডুলকরের মোট সম্পত্তির পরিমাণ কত?
ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটার হলেন সচিন তেন্ডুলকর। তাঁর মেয়ে হওয়ার পাশাপাশি সারা নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন। নিজের দমে তিনি কোটি কোটি টাকার সম্পত্তি খাড়া করেছেন। সূত্রের খবর, বর্তমানে সারা তেন্ডুলকরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। মডেলিংয়ের পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসা এবং ইনস্টাগ্রাম প্রোমোশন থেকে উপার্জন করে থাকেন। ইনস্টাগ্রামে তাঁর ৭.১ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।