ব্যাংকিং খাতে অনিশ্চয়তা ও আমানতে কম সুদের কারণে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে জাতীয় সঞ্চয়পত্রে ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। মূলধন ফেরতের নিশ্চয়তা, আকর্ষণীয় মুনাফা ও তুলনামূলক কম ঝুঁকির কারণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই সরকারি সঞ্চয় প্রকল্প।

বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তর চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করছে— *পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র*। ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠান তিন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে; শুধু পরিবার সঞ্চয়পত্রে প্রতিষ্ঠান বিনিয়োগের সুযোগ নেই।
কতটুকু বিনিয়োগ করা যায়
* পরিবার সঞ্চয়পত্র: প্রাপ্তবয়স্ক নারী, প্রতিবন্ধী নারী-পুরুষ ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। শুরু ১০ হাজার টাকা থেকে।
* পেনশনার সঞ্চয়পত্র: অবসরপ্রাপ্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং পারিবারিক পেনশনভোগীরা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত কিনতে পারেন।
* বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর): বিনিয়োগ শুরু ১০ টাকা থেকে, সর্বোচ্চ ৩০ লাখ টাকা।
* মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র (৩ মাস অন্তর): শুরু ১ লাখ টাকা থেকে, সর্বোচ্চ ৩০ লাখ টাকা*।
সব মিলিয়ে একজন ব্যক্তি মোট ৫০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর থেকে।
কোন সঞ্চয়পত্রে কত মুনাফা
* পরিবার সঞ্চয়পত্র:
* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১১.৯৩%
* বেশি বিনিয়োগে ১১.৮০%
পেনশনার সঞ্চয়পত্র:
* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ১১.৯৮%
* বেশি বিনিয়োগে ১১.৮০%
* চার ধরনের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দেয় এই সঞ্চয়পত্রটি।
* বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর):
* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ১১.৮৩%
* বেশি বিনিয়োগে ১১.৮০%
* মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:
* সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে *১১.৮২%*
* বেশি বিনিয়োগে *১১.৭৭%*
মেয়াদপূর্তির আগে ভাঙালে মুনাফার হার কিছুটা কমে যায়।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতের বর্তমান অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগমাধ্যম হিসেবে সঞ্চয়পত্র এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



