Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সঞ্চয়ে সুখবর
    অর্থনীতি-ব্যবসা

    সঞ্চয়ে সুখবর

    Saiful IslamApril 26, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ব্যাংকের বাইরে সঞ্চয়ের জন্য রয়েছে নানা আর্থিক পণ্য। এর মধ্যে অন্যতম হলো সঞ্চয়পত্র। রয়েছে প্রবাসীদের জন্য বিভিন্ন বন্ড। এ ছাড়া আরও রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংক, প্রাইজবন্ড, পোস্টাল লাইফ বিমা। এর সব কটিই বিনিয়োগ পণ্য, যাতে বিনিয়োগ করে মানুষ ভালো মুনাফা পান। কোনো কোনো পণ্যে মুনাফার হার ১২ শতাংশ পর্যন্ত রয়েছে। সরকার এসব পণ্যের মাধ্যমে টাকা ধার করে বাজেট ঘাটতি পূরণ করে।

    খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সঞ্চয়পত্র কেনার নিয়মে কড়াকড়ি, মুনাফা কমানো ও মানুষের হাতে সঞ্চয় করার মতো টাকা না থাকায় বিনিয়োগ কমে গেছে। তবে এখন কারও কারও পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে নতুন বিনিয়োগ হতে পারে।

    সর্বশেষ বিনিয়োগ চিত্র
    সঞ্চয়পত্র, প্রবাসীদের বিভিন্ন বন্ড, ডাকঘর সঞ্চয় ব্যাংক, প্রাইজবন্ড, পোস্টাল লাইফ বিমা ইত্যাদিতে মানুষ টাকা রাখেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, গত সেপ্টেম্বরে এসব পণ্যে ৬ হাজার ৯৭৩ কোটি টাকা বিনিয়োগ হলেও ভাঙানো হয় ৭ হাজার ৪৩ কোটি টাকা। ফলে নিট বিনিয়োগ কমে যায় ৭০ কোটি টাকা। একইভাবে অক্টোবরে নিট বিনিয়োগ কমে ৯৬৩ কোটি টাকা, নভেম্বরে ৯৮৩ কোটি টাকা ও ডিসেম্বরে ১ হাজার ৪৯০ কোটি টাকা।

    তবে ওই প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে নিট বিনিয়োগ ৩৭ কোটি টাকা বেড়ে গেছে। এই মাসে ৮ হাজার ২৮৪ কোটি টাকা বিনিয়োগ হলেও ভাঙানো হয় ৮ হাজার ২৪৭ কোটি টাকা। জানুয়ারিতে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ বেড়েছে। এর আগে শুধু কমছিল।

    অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু অর্থাৎ ২০২২ সালের জুলাই থেকেই সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ কম হয়। ওই মাসে নিট বিক্রি হয়েছিল ৩৯৩ কোটি টাকা। পরের মাস আগস্টে এ বিক্রি আরও কমে দাঁড়ায় ৮ কোটি টাকায়। সঞ্চয়পত্রের নিট বিক্রি বলতে বোঝানো হয়, একটি নির্দিষ্ট সময়ে সঞ্চয়পত্রের বিক্রি ও ভাঙানোর মধ্যকার ব্যবধান।

    গত বছরের জুলাইয়ে পরের চার মাস ধরে সঞ্চয়পত্রের নিট বিক্রি নেতিবাচক হয়েছে এবং প্রতি মাসেই নেতিবাচক প্রবৃদ্ধি বেড়েছে। সেপ্টেম্বরে ৭১ কোটি, অক্টোবরে ৯৬৩ কোটি, নভেম্বরে ৯৮৩ কোটি ও ডিসেম্বরে ১ হাজার ৪৯১ কোটি টাকা বিনিয়োগ কমে। অর্থাৎ সাম্প্রতিক প্রবণতা ছিল, যে পরিমাণ টাকার সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে, ভাঙানো হচ্ছে তার চেয়ে বেশি। অর্থাৎ প্রবৃদ্ধি হচ্ছে নেতিবাচক। যদিও ব্যাংকে সঞ্চয়ের তুলনায় সরকারি সঞ্চয়পত্রে মুনাফার হার তুলনামূলক বেশি।

    গত জানুয়ারি শেষে এসব পণ্যে বিনিয়োগের স্থিতি দাঁড়ায় ৩ লাখ ৬০ হাজার ৯৮১ কোটি টাকায়।

    কেন কমছিল

    সঞ্চয়পত্র বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় পণ্য হলেও সম্প্রতি এর বিক্রিতে কেন প্রবৃদ্ধি হচ্ছে না, তার ব্যাখ্যা উঠে আসে অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ত্রৈমাসিক ওই প্রতিবেদনটির আনুষ্ঠানিক নাম ‘ডেট বুলেটিন’।

    অর্থ বিভাগ বলেছে, সঞ্চয়পত্র বিক্রিতে আগের মতো প্রবৃদ্ধি না হওয়ার কারণ তিনটি। প্রথমত, সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া অনলাইনভিত্তিক করা হয়েছে। দ্বিতীয়ত, বিনিয়োগসীমা নামিয়ে আনা হয়েছে ‘যৌক্তিক পর্যায়ে’। তৃতীয়ত, মুনাফার হারের কয়েকটি স্তর করা হয়েছে। এসব সংস্কার কার্যকর করায় সঞ্চয়পত্রে মানুষের বিনিয়োগ আগের তুলনায় কমেছে।

    একইভাবে প্রবাসী বন্ডে বিনিয়োগের সীমা কমানো হয়েছে। বাতিল হয়েছে কিছু সুবিধা।

    কোন পণ্যে মুনাফা কত

    পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে প্রথম বছর শেষে মুনাফা ৯ দশমিক ৩৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৯ দশমিক ৮০ শতাংশ, তৃতীয় বছর শেষে ১০ দশমিক ২৫ শতাংশ এবং চতুর্থ বছর শেষে ১০ দশমিক ৭৫ শতাংশ।

    তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। মেয়াদপূর্তির আগেও নগদায়ন করা যায়। তবে এ ক্ষেত্রে মুনাফা কমবে। পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ ও পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ৭৬ শতাংশ। তবে আগে বিক্রি করলে মুনাফা কমবে।

    ডাকঘরে সাধারণ হিসাবে টাকা জমা রাখলে সাড়ে ৭ শতাংশ হারে মুনাফা দেওয়া হয়। আর এক থেকে তিন বছর মেয়াদি হিসাবে টাকা রাখলে মুনাফা দেওয়া হয় ১১ দশমিক ২৮ শতাংশ হারে।

    এদিকে পাঁচ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে মুনাফার হার ১২ শতাংশ। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড তিন বছর মেয়াদি। এই বন্ডে বর্তমানে মেয়াদ শেষে মুনাফার হার সাড়ে ৭ শতাংশ। ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডও তিন বছর মেয়াদি। মেয়াদ শেষে মুনাফার হার সাড়ে ৬ শতাংশ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা সঞ্চয়ে সুখবর,
    Related Posts
    সোনা ও রুপা

    আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

    October 8, 2025
    বাংলাদেশ ব্যাংক

    ‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কবার্তা

    October 8, 2025
    Bank

    জামানত ছাড়া ৫ লক্ষ পর্যন্ত ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক

    October 8, 2025
    সর্বশেষ খবর
    বাংলাদেশ ও তুরস্ক

    বাংলাদেশ-তুরস্কের মধ্যে বৈঠকে যে আলোচনা হলো

    সোনা ও রুপা

    আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

    এনসিপি নেতা সারজিস আলম

    ‘আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা’— সারজিস আলম

    কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদ

    কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: প্রধান উপদেষ্টা

    উপ-প্রেস সচিব আবুল কালাম

    ‘সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে’

    কথিত পীর

    সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই কথিত পীর ও তার সহযোগীরা বাড়ি ছেড়ে উধাও

    বাংলাদেশ ব্যাংক

    ‘সহজক্যাশে’ লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কবার্তা

    প্রোটোকল স্বাক্ষর

    বাংলাদেশ-মিশর বিচারিক সহযোগিতা প্রোটোকল স্বাক্ষর

    ১৭১ রোহিঙ্গা আটক

    টেকনাফে ১৭১ রোহিঙ্গা আটক, ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি

    প্রধান উপদেষ্টার কাছে চিঠি

    বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি গৌতম আদানির

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.