গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝর্ণা বেগম (৪৫) বেগম ও তাঁর ছেলে জিহাদ মিয়া (২৪) এবং ভ্যান চালক খালেক মিয়া (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঝর্ণা বেগম ও তার ছেলে জিহাদ মিয়াসহ চারজন ব্যাটারি চালিত ভ্যান করে গোবিন্দগঞ্জের দিকে যাবার সময় সাহেবগঞ্জ বাগদা ফারাম এলাকায় ভ্যানের এক্সেল ভেঙ্গে যাত্রী ও ভ্যান চালক সড়কে ছিটকে পড়ে ।
এ সময় অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত ও কয়েকজন আহত হন।আশপাশের লোকজন আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শ ক্রমে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ ও ভ্যান চালক খালেদ হোসেন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ।
তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনায় মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।