আন্তর্জাতিক ডেস্ক: রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ বোধ করার পর ‘সতর্কতার অংশ হিসেবে’ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে লন্ডনে বাকিংহ্যাম প্রাসাদ নিশ্চিত করেছে। খবর বিবিসি বাংলার।
প্যালেসের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে সেন্ট্রাল লন্ডনের কিং এডওয়ার্ড দ্যা সেভেন্থ হাসপাতালে নেয়া হয়েছে।
রাজপ্রাসাদের একটি সূত্র বিবিসিকে বলেছে যে ডিউক গাড়িতে করে হাসপাতালে গেছেন, যেখানে তাকে তার চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। তবে এর সাথে করোনাভাইরাসের কোন সম্পর্ক নেই।
আগামী ১০ই জুন নিজের শততম জন্মদিন উদযাপন করার কথা ডিউকের। প্রাসাদের সূত্রগুলো বলছে যে প্রিন্স হাসপাতালে মানসিকভাবে বেশ উৎফুল্ল রয়েছেন। তিনি সেখানে কিছুদিন বিশ্রামে এবং পর্যবেক্ষণে থাকবেন।
চুরানব্বই বছর বয়সী রানী উইন্ডসর ক্যাসলেই রয়েছেন। এর আগে তিনি ব্রিটিশ নৌবাহিনীর কার্যকর প্রধান, ফার্স্ট সি লর্ড অ্যাডমিরাল টনি র্যাডাকিনের সাথে টেলিফোনে কথা বলেন এবং দেশ ও দেশের বাইরে রয়াল নেভির কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল বুধবার তাদের দাপ্তরিক কাজের অংশ হিসেবে বার্মিংহ্যামে কুইন এলিজাবেথ হাসপাতাল পরিদর্শন করে সেখানকার রোগী এবং এনএইচএস কর্মীদের সাথে কথা বলেন।
গত মাসে রাজপ্রাসাদ থেকে জানানো হয় যে, পারিবারিক চিকিৎসকের সাহায্যে উইন্ডসর ক্যাসলেই কোভিড-১৯ এর টিকা নিয়েছেন প্রিন্স ফিলিপ এবং রানী।
সম্প্রতি আরোপ করা লকডাউনের সময়টা উইন্ডসর ক্যাসলেই কাটাচ্ছেন এই দম্পতি। তাদের সাথে রয়েছেন হাতে গোনা কয়েকজন কর্মী, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে এইচএমএস বাবল হিসেবে।
প্রতি বছর নরফোকে রানীর স্যানড্রিংহ্যাম এস্টেটে ঐতিহ্যগতভাবে পরিবারের সবাই মিলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ক্রিসমাস পালন করলেও চলতি বছর তারা বার্কশায়ারের বাসভবনে অনেকটা নীরবেই উৎসবটি পালন করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন যে, ডিউককে হাসপাতালে কিছুদিন বিশ্রাম নিতে হচ্ছে বলে তার প্রতি শুভকামনা জানিয়েছেন বরিস জনসন।
বিবিসির রয়্যাল করেসপনডেন্ট জনি ডায়মন্ড বলেন, স্বাস্থ্য বিষয়ক ইস্যুগুলোতে রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা কঠোরভাবে নিশ্চিত করার কাজটি করে থাকে প্রাসাদ। আর তাই যারা এ বিষয়ে আরও বেশি কিছু জানাতে আগ্রহী, তারা কিছু হতাশই হয়েছেন।
তবে প্রাসাদের মুখপাত্ররা কিছুটা উদ্যোগী হয়েই জানিয়েছেন যে, ডিউকের হাসপাতালে ভর্তির বিষয়টি কোন জরুরী অবস্থা নয় এবং এটা সাবধানতার অংশমাত্র।
গত কয়েক বছর ধরেই হাসপাতালে যাতায়াত কিছুটা বেড়েছে ডিউকের। আগে থেকেই থাকা স্বাস্থ্য সমস্যার কারণে সবশেষ ২০১৯ সালের ক্রিসমাসের সময়েও হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। তবে সবকিছু মিলিয়ে তার স্বাস্থ্যের অবস্থা বেশ ভালই ছিল।