প্রশ্ন : অবাধ্য ছেলেকে ত্যাজ্যপুত্র এবং তাকে সম্পদ থেকে বঞ্চিত বা ত্যাজ্য করা কতটুকু বৈধ?
আসাদুল ইসলাম, আজিমপুর
উত্তর : পিতা কর্তৃক সন্তানকে ত্যাজ্য করার বা সম্পত্তি থেকে বঞ্চিত করার যে নিয়ম দেশে চালু আছে, তা ইসলামের দৃষ্টিতে স্বীকৃত নয়। এ কারণে প্রচলিত নিয়মে ত্যাজ্য করা সত্ত্বেও সন্তান পিতার মৃত্যুর পর মিরাস সূত্রে সম্পত্তির অংশীদার হয়। তবে পুত্র যদি পিতার অবাধ্য হয়ে বিভিন্ন গুনাহর কাজে লিপ্ত হয়ে থাকে এবং ভবিষ্যতে পৈতৃক সম্পত্তি হারাম কাজে নষ্ট করার প্রবল আশঙ্কা থাকে, তাহলে পিতা তাঁর জীবদ্দশায় নিজ সম্পদ সদকায়ে জারিয়ার কাজে ব্যয় করে দিতে পারেন। অথবা সম্পূর্ণ সম্পত্তি অন্য ওয়ারিশদের মধ্যে বণ্টন করে দিতে পারেন।
আল্লাহ তাআলা ও পিতার অবাধ্য ছেলেকে এই পদ্ধতিতে যেকোনো একটি অবলম্বন করে বঞ্চিত করে দেওয়ায় কোনো গুনাহ হবে না। (খুলাসাতুল ফাতাওয়া : ৪/৪০০, এমদাদুল মুফতিন : পৃ. ৮৬৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৫/৬৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৩৬১)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।