লাইফস্টাইল ডেস্ক: বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক খুব দামী। বেশিরভাগ সন্তানের কাছেই বাস্তব জীবনের সুপারহিরো বাবা। শৈশব বা কৈশোরে মনে হয় বাবা বুঝি সব জানেন, সব পারেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভাবনায় পরিবর্তন আসে। তখন মনে হয় বাবা তেমন কিছু জানেন না। অবশ্য আরও কিছুটা বড় হওয়ার পর সবাই বোঝেন, এ ধারণা একদম ভুল।
বড় হওয়ার পর বাবার সঙ্গে সন্তানের একটি অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয়। সন্তানের এমন কিছু কথা আছে যা বাবা সহজে নিতে পারেন না। তিনি খুব কষ্ট পান। মনের দুঃখে তিনি একদম নিশ্চুপ হয়ে যান। নীরবেই দূরত্ব তৈরি করেন। বাবা দিবস চলে গেলেও জেনে নিন কোন কথাগুলোতে বাবা ভীষণ কষ্ট পান-
তুমি সব বিষয়ে মতামত জানিও না
অনেকক্ষেত্রে ঝগড়ার সময় আমরা বাবাকে এই কথা বলে ফেলি। তখন তার মতামত আমাদের কাছে বাড়তি লাগে। অথচ এই কথায় কিন্তু তিনি খুব কষ্ট পান। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, বাবা কি কখনো সন্তানের খারাপ চান? তার মতামতের কি আসলেই কোনো গুরুত্ব নেই?
এরপর থেকে এই কথাটিকে একটু অন্যরকম ভাবে বলুন। বাবা ভুল মত দিলেও বুঝিয়ে বলুন, ‘আমি বুঝতে পেরেছি। তোমার কথা আমি ভেবে দেখব।’
আমার জন্যে কী করেছ?
রাগের মাথায় এই কথা অনেকেই তার অভিভাবককে বলে ফেলেন। বাস্তবতা হলো এই পৃথিবীতে কেউ পারফেক্ট নন। অভিভাবকদের কাছ থেকে আমাদের যতটুকু প্রত্যাশা থাকে, সবক্ষেত্রে তা পূরণ হয় না। তাই মনে রাগ জমে। কিন্তু এতে মর্মাহত হন বাবা।
প্রত্যেক বাবাই নিজের সন্তানকে ভালো রাখার জন্যে চেষ্টা করেন। আপনার অজান্তেই হয়তো তিনি অনেক কিছু আপনার জন্যে করেছেন। তাই এমন কথা কখনো বলবেন না।
তোমার সঙ্গে থাকতে চাই না
বড় হওয়ার পরপরই সৃষ্টি হয় বাবা-মায়ের সঙ্গে মতবিরোধ। কারণ, আমাদের নিজেদের জীবনদর্শন তৈরি হয়। অনেকক্ষেত্রেই তখন বাবার সঙ্গে মতের মিল হয় না। মনোমালিন্যের সময়ে বাবাকে এই কথা অনেকেই বলে ফেলেন যে, তার সঙ্গে এক বাড়িতে আর থাকতে চান না। এমন কথা বাবাকে না বলাই শ্রেয়। এতে তিনি খুবই কষ্ট পান।
তুমি কিছু জানো না
রেগে গেলে আমরা কী বলি কোনো হিসেব থাকে না। তখন অনেকেই বলে ফেলে, তুমি কিছু জানো না। এমন কথা বাবাকে কখনোই বলা উচিত নয়। পরিবর্তে তাকে বুঝিয়ে বলতে পারেন। আপনার মতামতের গুরুত্বও বুঝিয়ে দিতে পারেন। পরিস্থিতি তাকে সুন্দর মতো বুঝিয়ে বললে তিনি ঠিকই বুঝবেন।
বাবা দিবস নয়, বাবাকে ভালোবাসুন পুরো বছর। তাকে কখনোই এমন কিছু বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান। পরিবার নিয়ে আনন্দে থাকুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।