জুমবাংলা ডেস্ক: আগামী ২৮ মার্চ (সোমবার) বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত ১৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু হয়ে ৫ কার্যদিবস পর্যন্ত চলে গত ২৭ জানুয়ারি শেষ হয়।
বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ জানুয়ারি সংসদে ভাষণ দেন।
এর পর দিন গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য শামসুল হক টুকু তা সমর্থন করেন। এরপর ওইদিন ধন্যবাদ প্রস্তাবের ওপর রীতি অনুযায়ি আলোচনা শুরু হয়।
গত ২৭ জানুয়ারি পর্যন্ত চার কার্যদিবসের আলোচনায় সরকারি ও বিরোধীদলের ৫৪ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৯ ঘন্টা ৩০ মিনিট আলোচনা হয়।
ওই অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ সর্বসম্মতিক্রমে পাস হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



