জুমবাংলা ডেস্ক : এখন থেকে সপ্তাহে তিনদিন ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে। এ ধরনের একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেনাপোল ইমিগ্রেশনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব ।
আজ শনিবার (০৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত এ আদেশের ফলে কোন বাংলাদেশি বা ভারতীয় যাত্রী বাংলাদেশে ফিরতে পারিনি। আর এ আদেশের ফলে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ তিনদিন শুধুমাত্র ভারত থেকে যাত্রীরা দেশে ফিরতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আমার দপ্তরে এসেছে। আদেশে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে তিনদিন ভারত থেকে ভারতীয় হোক আর বাংলাদেশি যাত্রী হোক সপ্তাহে রোববার মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিনদিন বাংলাদেশে ফিরতে পারবেন।
এ সময় তাদেরক অবশ্যই আরটিপিসিআর সনদ এবং ভারতীয় হাইকমিশনারের এনওসি সাথে আনতে হবে। এ আদেশ কার্যকর হওয়ায় আজ কোন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি।
তবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার থেকে এনওসি নিয়ে ১১ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় ওপার গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।