বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং স্মার্টফোনের জন্য সফটওয়্যার আপডেট নীতিমালায় বেশকিছু পরিবর্তনের অংশ হিসেবে গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনগুলোয় চার বছর সিস্টেম আপডেট দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানায়, গ্যালাক্সি এস২২-এর পাশাপাশি সম্প্রতি উন্মুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোয় চার বছর আপডেট দেবে। ফলে এখন থেকে ব্যবহারকারীরা স্মার্টফোনের সফটওয়্যার ও সিকিউরিটির ক্ষেত্রে বর্তমান বাজারনীতির তুলনায় বেশি আপডেট পাবেন। বর্তমানে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের বাজারজাতকৃত স্মার্টফোনের সঙ্গে দুই বছর অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট দেয়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দীর্ঘ সময় সফটওয়্যার আপডেট দেয়ার মাধ্যমে ব্যবহারকারীদের কাছে থাকা স্মার্টফোনের আয়ুষ্কাল ও ব্যবহারের সময় বেড়ে যাবে। টেকসই বাজার ব্যবস্থা উন্নয়নে টুগেদার ফর টুমরো মার্কেটিং ক্যাম্পেইনের অংশ হিসেবে স্যামসাং নতুন এ উদ্যোগ নিয়েছে।
মোট ১২টি ডিভাইসে স্যামসাং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চার বছর মেয়াদি আপডেট দেয়ার কথা জানিয়েছে। গ্যালাক্সি এস২২, ট্যাব এস৮ ছাড়াও গ্যালাক্সি এস২১, এস২১এফই, গ্যালাক্সি জি ফোল্ড৩ এবং জি ফ্লিপ৩ স্মার্টফোনও আপডেট কার্যক্রমের আওতায় আসবে। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল যেখানে তাদের পিক্সেল ৬ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোয় তিন বছরের আপডেট প্রদানের অঙ্গীকার করেছে, সেখানে স্যামসাংয়ের নতুন উদ্যোগ খুবই আকর্ষণীয়। তবে সার্চ ইঞ্জিন জায়ান্টটি পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেয়ার কথাও জানিয়েছে।
Galaxy S22 বাজারে আসার আগেই Galaxy S21 Ultra বন্ধ করে দিল স্যামসাং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।