পডকাস্ট মূলত একটি অনলাইন ভিত্তিক টকশো। আমরা টেলিভিশনে প্রচারকৃত টকশো এর সাথে অনেকেই পরিচিত। রাজনৈতিক,ব্যাবসায়িক,স্পোর্টস এবং এছাড়াও আরো অনেক ক্যাটাগরি বা টপিকে এই টকশো গুলি হয়ে থাকে। ক্যাটাগরি বা টপিক অনুযায়ী এখানে সেই সেক্টরের সফল বা অভিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত হয়ে থাকেন। Podcast ও মূলত অনেকটা এরকমই বলতে পারেন। এক বা একের অধিক উপস্থাপক এর সাথে, বর্তমান সময়ের আইটি সেক্টর এবং অন্যান্য ব্যাবসায়িক সেক্টরে সফল ব্যক্তিরা এই শোতে উপস্থিত থাকেন।
এবং এদের সাথে দীর্ঘ সময় ধারে, তাদের সফলতা সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়ে থাকে, যা নতুন উদ্যোক্তা, তার সাথে কোন সেক্টরে কাজ করবেন তা নিয়ে কনফিউশনে থাকা ব্যক্তিরা এবং রানিং ব্যবসায়ীদের অর্থাৎ উদ্যোক্তা হিসাবে আপনার ক্যারিয়ার গঠনের অনুপ্রেরণার জন্য এই টকশো ব্যাপক উপকারে আসে।
বর্তমান সময়ে আইটি এবং অন্যান্য সেক্টরে ব্যাপক নতুন উদ্যোক্তা রয়েছে। এককথায় তাদের জন্য একটি কার্যকরী শো বলতে পারেন এই Podcast। যেহেতু, সফল ব্যক্তিরা তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের সফলতার A টু Z সম্পর্কে খোলামেলা আলোচনা করে থাকে, সেহেতু একজন তরুণ নতুন উদ্যোক্তা এর মাধ্যমে অনেক ফলপ্রসূ দিক-নির্দেশনা পেয়ে থাকেন।
এটি বর্তমান সময়ের অনেক তরুণদের একটি প্রধান সমস্যা বলতে পারেন। আমি কোন ব্যবসা শুরু করবো,কীভাবে করবো? অথবা আইটি সেক্টরের কোন কাজ করবো? আমি কি পারবো? এই ধরনের নানা প্রশ্ন অনেক উদ্যোক্তাদের মাথায় ঘুরপাক খায়। এ সকল কনফিউশনের কারণে অনেক উদ্যোক্তা ঝরেও পরে যায়।
এ সকল উদ্যোক্তাদের জন্য Podcast একটি কার্যকরী সমাধানের মাধ্যম হিসাবে কাজ করে। ধরুন যদি এমন হয়, আপনি একজন উদ্যোক্তা হিসাবে নাম লিখতে চাচ্ছেন কিন্তু দ্বিধা-দ্বন্দে আছেন। তাহলে আপনার জন্য আমার সাজেশন থাকবে, আপনি একজন উদ্যোক্তার খাতায় নাম লেখানোর আগে আপনি গুরুত্ব সহকারে podcast শো গুলো দেখুন।
একটি Podcast টকশো বিভিন্ন সময়ের হয়ে থাকে, এতে কোনো ধরা বাধা সময় নেই। এবং আগেই বলেছি এখানে সফল ব্যক্তিরা তাদের সফলতা সম্পর্কে খোলামেলা আলোচনা করে। তাই এই টকশো এর মাধ্যমে খুব সহজেই অ্যাফিলিয়েট এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা যায়। এবং এখানে বিভিন্ন প্রোডাক্ট বা সেবামূলক বিজ্ঞাপনের ম্যাধমেও অর্থ উপার্জন করা যায়।দেখুন বর্তমান যুগ হচ্ছে ডিজিটালাইজেশনের যুগ।
দিনদিন সময় যত যাচ্ছে দৈনন্দিন জীবনযাত্রার সাথে আমাদের আইটি সেক্টর সহ মার্কেটিং সেক্টরেও আসছে আমূল পরিবর্তন। সেই পরিবর্তনের আরেকটি অংশ হচ্ছে Podcast। এই অল্প সময়েই Podcast মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, তাতে করে নিঃসন্দেহে ধারণা করা যায় এর ভবিষ্যৎ কেমন হবে। 2024 সাল থেকে আগামী কয়েক বছরের মধ্যে Podcast মানুষের কাছে প্রধান একটি প্রয়োজনীয়তা হিসাবে থাকবে। যার ফলে, মানুষ ক্যারিয়ার কেন্দ্রিক যে কোনো একটি বিষয় নিয়ে খুব সহজেই একটি পজিটিভ ধারণায় পৌঁছাতে পারবে।
সময়ের অগ্রগতির সাথে-সাথে মানুষের চিন্তা ভাবনায়ও এখন ব্যাপক পরিবর্তন আসছে। তার মধ্যে যদি আবার হয় তা ক্যারিয়ার মূলক, তাহলে তো কথাই নেই। মানুষ এখন কোনো কিছু নিয়ে ক্যারিয়ার শুরু করার আগে বিভিন্ন চিন্তা ভাবনা এবং রিসার্চ করে থাকে। চোখ বন্ধ করেই কোনো সেক্টরে মানুষ এখন মানুষ ঝাঁপ দিতে চায় না। তার সাথে আবার মাঝারি এবং ছোট উদ্যোক্তারা চায় একটি সফল উদ্যোক্তায় পৌঁছাতে।
এর জন্য এদের সঠিক দিক নির্দেশনা প্রয়োজন যা বাস্তব সম্মত, এক কোথায় বলতে গেলে তারা সলিউশন এবং অনুপ্রেরণা এমন ব্যক্তির কাছ থেকে চায় যারা অলরেডি সফল। এর জন্য পডকাস্ট প্লাটফর্ম খুবই একটি কার্যকরী গাইড লাইনার হিসাবে আপনার ক্যারিয়ার এর জন্য কাজ করতে পারে। কারণ, Podcast -আপনার চিন্তা ধারাকে পরিবর্তন করতে সক্ষম, এর সাথে আপনাকে অনুপ্রাণিত করতে এবং আপনাকে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন কার্যকরী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।