বিনোদন ডেস্ক: কাজের প্রয়োজনে তো কত কিছুই করতে হয়। না জানলে শিখে নিতে হয়। এক সময় নীল ছবির জন্য পরিচিত সানি লিওন এখন বলিউড তারকা। বলিউডের পাশাপাশি তিনি অন্যান্য ভাষার সিনেমাতেও অভিনয় করছেন। অভিনেত্রী হিসাবে যথেষ্ট সুযোগও পাচ্ছেন।
এবার তেমনই একটি সিনেমার প্রয়োজনে তাঁকে একটি কাজ শিখে নিতে হল। যাবতীয় জড়তা মুছে সে কাজে সাবলীল হওয়ার লড়াইও চালালেন তিনি। অবশেষে সফলও হলেন।
সানি এখন বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন। সেখানেই জিন্না নামে একটি সিনেমায় তাঁর চরিত্রটি এক মূক ও বধিরের। এই চরিত্রে অভিনয় করার জন্য সানির সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারার ভাষা শেখার দরকার ছিল।
সানি চাইছিলেন যেন দর্শকদের মনে না হয় যে তিনি কিছু নকল করার চেষ্টা করছেন। বরং তিনি চরিত্রটিকে যতটা সম্ভব বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন।
এজন্য কয়েক সপ্তাহ সানি আলাদা করে এক প্রশিক্ষকের কাছে এই সাইন ল্যাঙ্গুয়েজ শেখেন। যাতে তাঁর ক্যামেরার সামনে সাইন ল্যাঙ্গুয়েজে বক্তব্য প্রকাশ করতে জড়তা না থাকে।
অভিনয়ের সময় তাঁর প্রশিক্ষণ কাজেও আসে। তিনি সাবলীলভাবেই চরিত্রটি ফুটিয়ে তুলেছেন সিনেমার পর্দায়। সানি এই সাফল্যের জন্য তাঁর প্রশিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন।
সেইসঙ্গে সানি এও বলেন যে যাঁরা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাঁদের যেন তাঁর অভিনয় দেখে সঠিক মনে হয় সেদিকে নজর রেখেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।