রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মাসুরা বেগমের বয়স তেত্রিশ। কিন্তু তার উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি। এই স্বল্প উচ্চতা নিয়েও মা হয়ে তাক লাগিয়েছেন তিনি। উচ্চতা হিসাব করলে মাসুরা এখন এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় খর্বাকৃতির মা।
বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মা হওয়ার রেকর্ড আমেরিকার স্টেসি হেরাল্ডের দখলে। তার উচ্চতা ২৮ ইঞ্চি। ২০০৬ সালে প্রথম মা হন তিনি। এর পর ২০১৮ সালে তৃতীয় সন্তান জন্ম দেওয়ার সময় স্বাভাবিকভাবে মারা যান।
৪১ ইঞ্চি উচ্চতার ভারতের কামাক্ষি এশিয়ার মধ্যে স্বল্প উচ্চতার মা হিসেবে স্বীকৃত। ২০১১ সালে সফলভাবে গর্ভধারণ ও বাচ্চা প্রসব করেছেন তিনি। তবে রাজশাহীর মাসুরার উচ্চতা কামাক্ষির চেয়েও তিন ইঞ্চি কম। মাসুরা সফলভাবে গর্ভধারণ ও বাচ্চা প্রসব করেছেন ২০১৩ সালে। সেই হিসেবে কামাক্ষি নয়, বরং মাসুরাই বর্তমান বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মা।
সম্প্রতি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে মাসুরা জানান, অস্বাভাবিক কম উচ্চতার কারণে তাকে অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে। দরিদ্র বাবা-মায়ের সন্তান হওয়ায় ছোট বেলায় তার উচ্চতা বৃদ্ধিজনিত সমস্যার চিকিৎসা করাতে পারেনি। ফলে ছোটবেলা থেকে শুনতে হয়েছে কটূক্তি, বিয়ে হবে কিনা এই নিয়ে বাবা-মা ও পাড়া প্রতিবেশীদের চিন্তার অন্ত ছিলো না।
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর নিমতলা মাদ্রাসা মোড় এলাকায় মাসুরার বাড়ি। মনিরুল নামে একজনকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বিয়ের প্রায় ১০ বছর পর ২০১৩ সালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় তাদের সংসারে। এখন তার সন্তান উচ্চতায় মাসুরাকে ছাড়িয়ে গেছে। পড়ছে তৃতীয় শ্রেণিতে।
মাসুরার স্বাভাবিক ওজন সাড়ে ১১ কেজি হলেও গর্ভধারণের সময় তার ওজন হয় সাড়ে ১৭ কেজি। মনিরুল তাকে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে যেতেন। মাসুরার ৯ বছরের কন্যা মরিয়ম ইতোমধ্যে মাকে ছাড়িয়ে ৪১ ইঞ্চি উচ্চতায় পৌঁছেছে।
মাসুরা জানান, তিনি নিজে পড়াশোনা করতে না পারলেও এখন স্বপ্ন দেখেন তার মেয়ে উচ্চশিক্ষিত হবে।
ইটভাটায় দিনমজুরের কাজ করা মাসুরা মনিরুল বলেন, তাদের এখন একমাত্র চাওয়া মেয়ে পড়াশোনা করে বড় হোক। তবে অভাবের সংসারে মেয়েকে উচ্চশিক্ষিত করা খুব কঠিন কাজ হবে। সরকার যদি মেয়ের পড়ার দায়িত্ব নেয়, তাহলে আমাদের সব চাওয়া পূরণ হতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।