খামারবাড়িতে ‘জাতীয় সবজি মেলা’ শুরু হচ্ছে সোমবার

জুমবাংলা ডেস্ক: সোমবার থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআবি) চত্বরে শুরু হচ্ছে ‘জাতীয় সবজি মেলা-২০২২’। তিন দিন ব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সবজি মেলার উদ্বোধন করবেন।

সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে।
জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে।

১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করবে। এবারের মেলায় রয়েছে সবজি বিক্রি কর্ণার। মেলাটি সকলের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।