বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আইফোনের ‘আল্ট্রা স্লিম’ মডেল আনতে পারে অ্যাপল। আইফোন ১৭ সিরিজ়েই এই নতুন মডেল বাজারে আসতে পারে। এর নাম হতে পারে আইফোন ১৭ এয়ার। গত ২ দিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে টেক দুনিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। যদিও অ্যাপলের তরফে এ সংক্রান্ত কোনও ঘোষণা এখনও পর্যন্ত সামনে আসেনি। কিন্তু এই গুঞ্জন সত্যি হলে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে আইফোনের সবথেকে পাতলা মডেল। যা মাত্র ৬ মিলিমিটার চওড়া।
অ্যাপলের আইফোন নিয়ে বছরের পর বছর ধরে গোটা বিশ্বেই উন্মাদনা রয়েছে চরমে। এই স্মার্টফোনের নতুন মডেল লঞ্চ করলেই তা কিনতে লাইন পড়ে যায় স্টোরের বাইরে। এ বছর আইফোন ১৬ সিরিজ় লঞ্চের পরও একই ছবি দেখা গিয়েছিল। এই খবর ছড়াতেই আইফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা বেড়েছে।
এখনও পর্যন্ত আইফোনের সবথেকে পাতলা মডেল হলো আইফোন ৬। এই মডেল ৬.৯ মিলিমিটার (মিমি) চওড়া। বিভিন্ন সময় লঞ্চ হওয়া অ্যাপলের বিভিন্ন মডেল ৭.৬ মিমি থেকে ১২.৩ মিমি চওড়া। এ বছর লঞ্চ হওয়া আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৮.২৫ মিমি চওড়া। আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেল দু’টি ৭.৮ মিমি চওড়া। আইফোন ১৭ সিরিজ়ের নতুন মডেল হতে চলেছে মাত্র ৬ মিমি চওড়া।
আইফোনের ‘স্লিম’ মডেলের নিয়ে ছড়ানো গুঞ্জন অন্য মাত্রা পেয়েছে অ্যাপল অ্যানালিস্ট জেফ পু-র মন্তব্যে। তাঁর কথায় আইফোনপ্রেমীদের মধ্যে উৎসাহ কয়েক গুণ বেড়েছে। জেফ জানিয়েছেন, সবথেকে পাতলা আইফোন ওজনেও হবে হালকা। আইফোন প্রো মডেল তৈরি হয় টাইটানিয়াম দিয়ে। কিন্তু আইফোন ১৭ এয়ার তৈরি করা হবে অ্যালুমিনিয়াম দিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, সবথেকে পাতলা আইফোনের স্ক্রিন হবে ৬.৬ ইঞ্চির। এ১৯ চিপসেট ব্যবহৃত হবে এই ফোনে। এই আইফোনের ব্যাক ক্যামেরা হতে পারে ৪৮ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা হতে পারে ২৪ মেগাপিক্সেলের। ফেস আইডি সাপোর্টও থাকতে পারে এই ফোনে। পরের বছর সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে এই মডেল। তবে এখন থেকেই এই মডেল নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।