Huawei Mate 50 স্মার্টফোন বাজারে উন্মোচন করার ঘোষণার পরেই রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার পেতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ ফোনটির জন্য প্রি-অর্ডার বুকিং করেছে।
হুয়াওয়ে এর এ ডিভাইসের বিক্রি শুরুর পূর্বেই এতো রেসপন্স এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সত্যেও ম্যানুফেকচারার কোম্পানির জনপ্রিয়তার ঘাটতি হয়নি।
তবে চীনের মধ্যেই এই স্মার্টফোনটি সীমাবদ্ধ থাকছে। চীনের বাইরে huawei এর এই হ্যান্ডসেটটি রিলিজ না হওয়ার কারণে অনেকেই হতাশ হয়েছে। বর্তমানে চীনের সব জায়গায় স্মার্টফোনের প্রি-অর্ডার বুকিং চলছে।
এই স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি দাবি করছে এবার নতুন ফিচার ও ইনোভেশন নিয়ে স্মার্টফোনটি বাজারে আসতে চাচ্ছে। কোম্পানির ই-কমার্স সাইটে স্মার্টফোনটির জোড়ে-সড়ে প্রচারণা চলছে।
গত মাসের huawei এর এই স্মার্টফোনটির বাজারে উন্মোচন হওয়ার নোটিফিকেশন পাওয়ার জন্য দশ লাখের বেশি মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে। ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ স্মার্টফোনটির প্রি-অর্ডার করায় কোম্পানি বেশ সন্তুষ্ট।
এবার হুয়াওয়ে তাদের ক্যামেরা ইমেজিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তে নিয়ে এসেছে। হুয়াই মেট ৫০ স্মার্টফোনে XMAGE camera ইমেজিং সিস্টেম ব্যবহৃত হবে। ক্যামেরার অ্যাপাচার সিস্টেমে বৈচিত্র্যতা থাকবে। huawei এর এ ডিভাইসে হারমনি অপারেটিং সিস্টেমের তৃতীয় ভার্সনটি শুরু থেকেই ইন্সটল করা থাকবে।
স্মার্টফোনটির ডিসপ্লে হবে ৬.৭৪ ইঞ্চি বিশিষ্ট ওএলইডি প্যানেলের। আর Ram নিয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ এর দুইটি ভ্যারিয়েন্ট বাজারে থাকবে।
তিনটি ক্যামেরার লেন্স এর অস্তিত্ব থাকবে হ্যান্ডসেটের মধ্যে। প্রথমটি হবে 50 মেগাপিক্সেল, দ্বিতীয়টি হবে ৬৪ মেগাপিক্সেল এবং তৃতীয়টি হবে ১৩ মেগাপিক্সেল। পাশাপাশি 4k এবং ১০৮০পি রেজুলেশন এ আপনি ভিডিও করার অপশন পাবেন।
Huawei এর মোবাইলে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইনস্টল করা থাকবে। ৪৭০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে এবং ৬৬ ওয়াটার ফাস্ট চার্জিং ফিচারও থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।