আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি তাকে পার্কে হাঁটতে দেখা গেছে। অথচ তিনি নিজে সারাদিন তার দেশের মানুষকে ঘরে থাকতে বলছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ৫৫ বছর বয়সী বরিস শনিবার (৯ মে) সকালে সেন্ট্রাল লন্ডনের সেন্ট জেমস পার্কের কয়েকজন পথচারীর চোখে পড়েন। এক পথচারীর সঙ্গে বরিস কিছুক্ষণ কথাও বলেন। এ সময় তার কয়েক হাত দূরে একজন মাত্র সঙ্গীকে দেখা যায়। তিনি বডিগার্ড হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মহামারি করোনায় ব্রিটেনও রীতিমতো দিশেহারা। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ২৬০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন।
বরিস আক্রান্ত হন গত ২৭ মার্চ। সুস্থ হওয়ার পর নিজেই জানিয়েছেন, ডাক্তাররা ভেবেছিলেন তিনি হয়তো মারা যাবেন। বরিস সাধারণ মানুষকে সচেতন করতে শেষ টুইটে লিখেছেন, সুরক্ষিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ছুটিতে সবাই দয়া করে বাড়িতে থাকুন।
পথচারীদের সঙ্গে ‘স্যুটেড-বুটেড’ বরিসের কপির কাপ হাতে কী কথা হয়েছে, সেটি জানাতে পারেনি মিরর। প্রতিবেদনে বলা হয়েছে, আলাপের সময় পাশের এক নারীকে হাসতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



