ন্যানির কাছে পর্যন্ত ছাড়ছিলেন না আদরের শিশুকন্যা দুয়াকে বলিউডের নতুন মা আর অন্যতম উজ্জ্বল নক্ষত্র দীপিকা পাড়ুকোন। ‘কালকি’ সিনেমার সিকুয়েলের মতো হেভিওয়েট অফারের শিডিউল পিছিয়ে শুধু কন্যার সঙ্গেই মন ভরে সময় কাটাচ্ছেন দীপিকা। তবে মায়েদের পোস্টপ্রাটাম ডিপ্রেশন কাটাতে মাঝে মাঝে রিফ্রেশিং ‘মি টাইম’-এর কোনো বিকল্প নেই।
ভক্তদেরকে একেবারে সারপ্রাইজ দিয়ে কন্যার জন্মের তিনমাস পর এই শিল্পীর ব্যাঙ্গালুরুর কনসার্টে দীপিকা মঞ্চ মাতালেন। দিলজিতের সঙ্গে তাঁর ‘লাভার’ আর ‘হাস হাস’ গানের সঙ্গে নাচতে আর মজা করতে দেখা যায় এই ডিভাকে। ভক্তরা আসলে খুব মিস করছিলেন প্রিয় তারকা দীপিকার মিষ্টি প্রাণখোলা হাসি।
দিল্লুমিনাতি শীর্ষক এই কনসার্ট ট্যুরে দীপিকার উপস্থিতি সবাইকে দারুণ উচ্ছসিত করেছে। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল নতুন মা দীপিকার আরাম আরাম ‘লাভার’ লেখা ওভারসাইজড সাদা টিশার্ট আর হালকা ওয়াশের ফ্লেয়ার কাট নীল জিন্স। এই জিন্স আর টিশার্ট লিভাইস এর দিল্লুমিনাতি মার্চেন্ডাইজ সং গ্রহ থেকে নেওয়া। পায়ে সাদা স্নিকার্স আর হাতে স্মার্ট ওয়াচ।
খোলা চুলে হালকা লিপগ্লসে দীপিকার চার্ম ছড়িয়ে পরেছে উপস্থিত সকলের মাঝে।মঞ্চের পরে দর্শক সারি থেকেও তিনি গানের তালে নেচেছেন। নিজে উপভোগ করার সঙ্গে সঙ্গে দিলজিতের কন্সার্ট মাতিয়ে তাক লাগিয়ে দিলেন দীপিকা সবাইকে, বলতেই হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।