শীঘ্রই মার্কেটে আসতে যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো। ইন্টারনেটে ফাঁস হওয়ার তথ্য অনুযায়ী এবার আইফোন ১৪ সিরিজে এমন ফিচার থাকতে যাচ্ছে যা প্রযুক্তিপ্রেমীদের অবাক করে দিবে।
ব্লুমবার্গ বলেছে যে অ্যাপল তাদের আইফোন স্মার্টফোনকে স্যাটেলাইটের সাথে সংযুক্ত করবে। এর ফলে জরুরি অবস্থায় নেটওয়ার্ক ব্যতীত কল দেওয়া যাবে এবং মেসেজ পাঠানো যাবে।
ধারণা করা হচ্ছে আগামী মাসের ৭ তারিখে একটি বড় ইভেন্টের মাধ্যমে অ্যাপল স্যাটেলাইটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
অ্যাপল তাদের ম্যাকবুক প্রো ডিভাইসে অত্যাধুনিক থার্মাল সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে। এর মাধ্যমে লম্বা সময় ধরে ডিভাইসে ভারী কাজ করলেও হার্ডওয়্যার গরম হবে না।
অ্যাপল তাদের আইফোন ১৪ প্রো স্মার্টফোনে নতুন A16 বায়োনিক চিপসেট ব্যবহার করতে যাচ্ছে। এ প্রসেসরটি বেশ শক্তিশালী এবং ডিভাইসের পারফরম্যান্স বহুগুণে বৃদ্ধি করবে।
তবে অন্যান্য ডিভাইসে পুরনো A15 বায়োনিক চিপসেট ব্যবহার করার সম্ভাবনাই বেশি। আইফোন ১৩প্রো স্মার্টফোন থেকেই অ্যাপেল কাস্টমারদের এক ইন্টার্নাল স্টোরেজ দিতে শুরু করেছে। আশা করা হচ্ছে আইফোন ১৪ প্রো সিরিজে ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দেওয়া হবে। যারা ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য বেশি স্টোরেজ থাকাটা বেশ সুবিধাজনক।
ওয়াইফাই-এর ষষ্ঠ ভার্সন আইফোন ১৪তে দেখা যেতে পারে যা সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি। কাজের চাপ অনেক বেশি থাকলেও দ্রুত গতির ইন্টারনেট সুবিধা পাওয়া সম্ভব ওয়াইফাই সিক্সের মাধ্যমে।
তবে এসব চমৎকার ফিচার সম্পর্কে কনফার্ম হতে আমাদের আর বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে না। সেপ্টেম্বরের সাত তারিখে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৪ ডিভাইস সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।