স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার এরিক লামেলা। বর্তমানে তিনি খেলছেন লা লিগার দল সেভিয়ায়। গত মৌসুমে মাতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের হয়ে। সে সময় অবিশ্বাস্য ভঙ্গিমায় তার করা এক গোলের সুবাদে ফিফার এবারের পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন এই আর্জেন্টাইন।
সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২১ সালের সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জয়ী হিসেবে লামেলার নাম ঘোষণা করা হয়।
সেরার পুরস্কারটি জিততে লামেলা পেছনে ফেলেছেন চেক রিপাবলিকের ফরোয়ার্ড পাত্রিক শিক ও পোর্তোর ফরোয়ার্ড মেহদি তারেমির দুর্দান্ত দুটি গোলকে। গত মার্চে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সেরার স্বীকৃতি পাওয়া গোলটি করেন লামেলা।
সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে বাম পা ডান পায়ের পেছন দিয়ে ঘুরিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন লামেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।