সবাইকে তাক লাগিয়ে ফোল্ডিং স্মার্টফোন আনছে টেকনো, ছবি ফাঁস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবার ফোল্ডিং স্মার্টফোনের যুদ্ধে শামিল হলো টেকনো। সম্প্রতি ফাঁস হওয়া ছবি থেকে জানা গেল এমনই তথ্য।
চাইনিজ স্মার্টফোন নির্মাতা ২০২৩ এর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ করতে চলেছে ফোল্ডেবল স্মার্টফোন প্যানথম ভি।
ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের একটি ফোল্ডেবল স্মার্টফোন যার পেছনের দিকে গোল আকারে বসানো রয়েছে বেশ কয়েকটি ক্যামেরা। টেকনোর ‘প্যানথম ভি’ (Phantom V) এ নামের এই মোবাইলের বেশকিছু ফিচারও শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে রিভার্স স্ন্যাপ স্ট্রাকচারের ওপর ভিত্তি করে নাকি তৈরি করা হয়েছে এর বিশেষ ধরনের ‘কড়া’ বা হিঞ্জ। তবে এটি বাকি স্মার্টফোনের থেকে কতটা আলাদা তা এখনও বলতে পারা যাচ্ছে না।
তবে শোনা যাচ্ছে এরোস্পেস গ্রেডের কিছু উপকরণ দিয়ে তৈরি হতে পারে এই ফোন। স্মার্টফোনটির সামনের অংশে ৩টি লেন্স ভালো করে বোঝা গেলেও সূত্রমতে এতে থাকছে ৫টি ক্যামেরা।
আর বিশেষ কিছু জানা না গেলেও মিডিয়া টেকের ডাইমেনসিটির ৯০০০ প্রসেসর এতে ব্যবহার করা হতে পারে। তবে সমস্ত ধোঁয়াশা দূর হবে বার্সেলোনার মোবাইল ওয়াল্ড কংগ্রেসেই।
সূত্র: টেকজুম ডটটিভি।
বদলে যাচ্ছে প্রযুক্তি দুনিয়া, চ্যাটজিপিটি এখন বিনিয়োগের বড় আকর্ষণ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।