স্পোর্টস ডেস্ক: পূর্ব নির্ধারিত দিন শুক্রবার থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অনুশীলন পর্ব শুরু হয়েছে। তবে প্রথম দিনের অনুশীলনে দলে ডাক পাওয়া ক্রিকেটারদের সবাই থাকলেও ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।
এতদিন পরে দলের অনুশীলন শুরু হয়েছে। বিদেশি কোচিং স্টাফদের সবাই ছিলেন প্রথম দিনের অনুশীলনে। আর এমন দিনেই অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতির খবর মোটেও সুখকর কিছু ছিল না।
কিন্তু সাকিব অনুশীলনে কেন নেই? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রধান কোচ রাসেল বলেন, ‘আমি জানি না।’ কোচ রাসেল ডমিঙ্গো শুক্রবার সকালে ঢাকায় নেমেছেন। আর দুপুরে অনুশীলনে যোগ দিয়েছেন। সাকিব ছুটি নিয়ে থাকলেও নিশ্চয়ই তার কাছ থেকে নেননি।
বাংলাদেশ দলের অনুশীলনে শুক্রবারই প্রথম স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা নতুন স্পিন কোচের সঙ্গে পরিচয় পর্বটা সেরেছেন। অথচ সেই সেশনেও স্বয়ং দলের অধিনায়ক অনুপস্থিত ছিলেন।
৩০ অক্টোবর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল। ভারতে এই সফরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩ নভেম্বর, দিল্লীতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।