
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ আজ নাগরিক মর্যাদায় বাঁচতে চায়। এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদায় বসবাস করবে— কোনো ভেদাভেদ থাকবে না।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলনে’ তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট’। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “আজকে অনেকে দূর-দূরান্ত থেকে এসেছেন। তাদের একটা আশা সামনে আছে। সেই আশাটা হচ্ছে, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের, সব গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।”
তিনি আরও বলেন, “এই দেশটা সবার, এই মাটিও সবার। একাত্তরে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি— সবাই একসঙ্গে লড়েছিলাম। আজ আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে সব মানুষের বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলি।”
তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির কাছে মতুয়া সম্প্রদায়ের পেশকৃত দাবিসমূহ পড়ে শোনান দলটির মহাসচিব। মতুয়া সম্প্রদায়ের দাবিসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই বিএনপিকে বিজয়ী করি। আপনাদের দাবি-দাওয়া তখনই পূরণ সম্ভব হবে, যখন আপনারা-আমরা আমাদের নেতাকে (তারেক রহমান) রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে পারব। আপনারা আজকে কি আমাদেরকে কথা দিচ্ছেন।’
এ সময়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতরা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব স্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’, ‘মতুয়া-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে আরও ৩ বছর সময় নেয়ার পক্ষে সরকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



