বিনোদন ডেস্ক: বিনোদন জগতে নতুন এক রেকর্ড গড়লো কাজল আরেফিম অমির পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদুল ফিতরের নতুন এই সিরিজটি ওটিটি প্লাটফর্ম বঙ্গে অতীতের সব রেকর্ড ভাঙলো। বঙ্গ কর্তৃপক্ষ নিশ্চিত করে, মাত্র ৬৭ ঘণ্টায় সিরিজটি এক কোটি মিনিট দেখেছেন দর্শক, যা রীতিমত রেকর্ড!
বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান জানান, ২৪ এপ্রিল অ্যাপে মুক্তির পর হাজার হাজার দর্শক একসঙ্গে সিরিজটি দেখার চেষ্টা করেন। এ কারণে টেকনিক্যাল সমস্যা মোকাবিলা করতে হয়।
মুশফিকুর রহমান বলেন, লাইভ ক্রিকেট চলাকালীন যেমন চাপ থাকে তারচেয়ে বেশি চাপ সৃষ্টি করে ‘হোটেল রিল্যাক্স’। শুধু বঙ্গ নয়, অল্প সময়ে দেশের ওটিটির সব রেকর্ড ভেঙেছে ‘হোটেল রিল্যাক্স’।
‘প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দর্শককে এটি পে করে (২০ টাকা) করে দেখতে হচ্ছে। যেভাবে দেখছে শিগগিরই সিরিজটি বঙ্গের টার্গেট ক্রস করবে।’
বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। পরিচালক অমি বলেন, রিলিজের সঙ্গে সঙ্গে দর্শকদের চাপে বঙ্গের সার্ভার ক্রাশ করে। কনটেন্টটি নির্মাণের শুরু থেকে হাইপ থাকার কারণে মানুষের আগ্রহে ছিল। মুক্তির পরদিন বিকেলে টেকনিক্যাল সমস্যা সমাধান হলে আমরা শেয়ার করি।
‘সীমাবদ্ধতার মধ্য থেকে বড় কাজ করতে চেয়েছি। দর্শকদের প্রতিটি দৃশ্যে আনন্দ দিতে চেয়েছি। ‘হোটেল রিল্যাক্স’র এর ক্ষেত্রে মাউথ পাবলিসিটি বেশি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, যেই দেখছে সে আরও পাঁচ জনকে দেখার কথা বলছে। এভাবে কাজগুলোকে দর্শক টাকা দিয়ে দেখে সাপোর্ট দিচ্ছে বলে আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি। শুধু আমি একা নই, আমাদের ইন্ডাস্ট্রি ভালো কাজগুলোর সাপোর্ট এলে সামনে আগাবে।’
সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেইসব মানুষদের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।