বিনোদন ডেস্ক : হিন্দু ধর্মে বিয়ে করায় যথেষ্ট সমালোচিত হতে হয়েছে তাঁকে ৷ তাঁর বেশভূষা নিয়েও চোখ রাঙিয়েছে কয়েকটি কট্টোরপন্থী সংগঠন৷ কিন্তু রথের রশিতে টান দিয়ে যেন সেই সমালোচনারই জবাব দিলেন নায়িকা-সাংসদ নুসরাত জাহান ৷
গত ১৯ জুন কলকাতার প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নুসরাত ৷ তুরস্কের বোদরুমে হিন্দু মতে বিয়ে সেরেছেন তাঁরা ৷ ২০ জুন ছিল তাঁদের হোয়াইট ওয়েডিং ৷ কলকাতাতে ইসলাম মতে বিয়ে করেছিলেন নুসরাত-নিখিল ৷
বিয়ের পর মেহেদী-চুড়ি-সিঁদুর পরে সাংসদে শপথ নিয়েছিলেন তিনি ৷ তারপর থেকেই সমালোচনা শুরু হয়ে যায় তাঁকে নিয়ে ৷ কিন্তু বরাবরই নিজের ধর্মীয় বিশ্বাস ও সব ধর্মকে সম্মান করার কথা বলে এসেছেন নুসরাত ৷
তার সেই চিন্তাভাবনাকে সম্মান জানাতেই ইস্কনের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে ৷ নজিরবিহীনভাবে এবার রথযাত্রার সূচনা হয়েছে সংখ্যালঘু মানুষের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি স্বামী নিখিলকে নিয়ে রথযাত্রায় উপস্থিত হয়েছিলেন নুসরাতও ৷
হালকা সবুজ শাড়িতে মাথায় ঘোমটা, গলায় মঙ্গল সূত্র, সিঁথিতে সিঁদুর, খাঁটি হিন্দু বৌয়ের মতোই সেজেছিলেন নুসরাত ৷ নিখিল পরেছিলেন দুধ সাদা পঞ্জাবী ৷
রথযাত্রার মঞ্চ থেকে সমালোচকদের উদ্দেশ্যে ফের নুসরাত জবাব দিয়ে বললেন, ‘আমার বিশ্বাস আমার কাছে, সমালোচকদের কেয়ার করি না ৷’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।