জুমবাংলা ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ক্যানসার রোগীর নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়ে সমন্বয়ক পরিচয়ধারী তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার মূলবাড়ী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা ও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (মেয়ে), পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে ও সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র রিফাদ হাসান এবং একই ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকার সুরুজ আলীর ছেলে ও আলহাজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র সিফাত আহমেদ।
আটক নারী শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে একজন ক্যানসার রোগীকে বাঁচানোর নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করি। উত্তোলন করা প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেই। তিনি এই টাকা দিয়ে কী করেন আমরা জানি না।’
এ বিষয়ে জানতে আকুল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া জানান, তারা সাধারণ শিক্ষার্থী। এমন প্রতারণা আর করবেন না মর্মে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।