রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।
তিনি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানায়। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির। তাকে এ সময় হাস্যোজ্জ্বল দেখা যায়।
মহাসমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন ডা. শফিকুর রহমান নিজেই।
এদিন সকাল ৯টা ৪০ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করেন।’
https://inews.zoombangla.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87/
জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।