সমুদ্রপথের পর এবার আকাশপথেও বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে পাকিস্তান

জুমবাংলা ডেস্ক : সমুদ্রপথের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হতে চলেছে পাকিস্তানের।

চলতি বছরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক স্তরে যোগাযোগ বেড়েছে। ইতোমধ্যেই করাচি এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে। এবার দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার ‘আন্তরিকভাবে কাজ করছে’ বলেও জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার।

বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। সোমবার ঢাকার একটি হোটেলে তাঁদের সঙ্গে কথা বলেন মারুফ। সেখানেই পাকিস্তানি এই হাইকমিশনার জানান, চলতি বছরেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাইছি। এই লক্ষ্য নিয়েই এ বার সরাসরি উড়ান চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।’

বাংলাদেশ না পাকিস্তানের এয়ারলাইন্স, কে প্রথম বিমান চালু করবে সেটা কোনও বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা থেকে করাচি পর্যন্ত বিমান চালু হলে, বাংলাদেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য এবং মধ্য-এশিয়ায় রপ্তানি বাজার সম্প্রসারণ করতে পাকিস্তানকে করিডর হিসেবে ব্যবহার করতে পারবে বলেও জানান মারুফ।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আগে থেকেই আছে। গত অর্থ বর্ষে পাকিস্তান থেকে বাংলাদেশ ৬২৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করছে। অন্য দিকে, পাকিস্তানে রপ্তানি করা হয় মাত্র ৬২ মিলিয়ন ডলারের পণ্য। এ বার দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দ্য ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিফ ইকরাম শেখ।

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হলে এই বাণিজ্যের পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হাফিজুর রহমানও। কোন কোন ক্ষেত্রে বাণিজ্যে জোর দেওয়া যাবে তা নিয়েও আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা।