Seatrec নামক একটি ম্যারিন টেক কোম্পানি অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল এর নতুন সংস্করণ তৈরি করেছে যা পানির নিচে গ্লাইডারকে পাওয়ার প্রদান করতে সক্ষম। এ ধরনের অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল বেশ কার্যকরী মনে হচ্ছে।
সমুদ্রতল স্টাডি করা ও সমুদ্র স্রোত নিয়ে গবেষণা করার কাজে অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল কাজে লাগানো যাচ্ছে। তবে অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল ব্যবহারের বেশকিছু নেতিবাচক দিক আছে।
কাজের পর এসব ভেহিকেল পুনরুদ্ধার করা বেশ কঠিন। আবার বিষাক্ত ব্যাটারি লিক হওয়া নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। নবায়নযোগ্য শক্তির ব্যবহারের মাধ্যমে অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেলকে পাওয়ার প্রদান করা হয়। এ পদ্ধতিকে বলা হয় ‘ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল’।
গ্লাইডারটির বিভিন্ন উপকরণ উত্তপ্ত বা বেশি ঠান্ডা হলে ভৌত অবস্থাযর পরিবর্তন হতে পারে। এটির রাবার টিউবের মধ্যে হাইড্রোলিক তেল ভরা থাকে। পরিস্থিতি অনুযায়ী শীতল জল এবং উষ্ণ জলের মাধ্যমে হাইড্রোলিক তেলকে দিয়ে পাওয়ার প্রদান করা হয়।
পুরো প্রক্রিয়াটি জেনারেটরের মাধ্যমে সমন্বয় করা হয়। উষ্ণতার পরবর্তী সময়ে গ্লাইডারটি যখন শীতল অবস্থায় ফিরে আসে তখন মোম আবার শক্ত হয়ে যায় এবং একই সাথে টিউবের উপর চাপ কমায়।
এর ফলে তেল আবার ভেতরের মধ্যে প্রবাহিত হওয়ার সুযোগ পেয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে Rutgers University অবস্থিত। সেখানে এ বছরের শেষ দিকে গ্লাইডারটি নিয়ে আরো বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা হবে।
Seatrec নির্মিত গ্লাইডারটি পরিস্থিতি অনুযায়ী নানা স্টেজ এর মধ্য দিয়ে পরিচালিত হবে। পানির নিচের পারফরম্যান্স কেমন হবে তাও গবেষণার মাধ্যমে বোঝা সম্ভব হবে। এ সিস্টেমটি সফল হলে গবেষকদের অনেক অর্থ এবং সময় বেঁচে যাবে। পাশাপাশি সমুদ্রে বিষাক্ত ব্যাটারির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel