বিনোদন ডেস্ক : বলিউডে চলছে প্রেম-বিয়ের মৌসুম। এরই মধ্যে সমুদ্র সৈকতে নোরা ফাতেহির খোলামেলা ছবি ভাইরাল হলো। অপরদিকে সদ্যই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তরুণ অভিনেতা ভিকি কৌশল। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও বসেছেন বিয়ের পিঁড়িতে। এছাড়া রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায়সহ অনেকের বিয়ের কথাই শোনা যাচ্ছে।
এরই মধ্যে নতুন আরেকটি প্রেমের আভাস পাওয়া গেল। ভালোবাসায় মজেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে সফল নৃত্যশিল্পী নোরা ও সংগীতশিল্পী গুরু রানধাওয়া। গোয়া সমুদ্র সৈকতে তাদের একান্ত সময় কাটাতেও দেখা গেছে।
গতকালই (১১ ডিসেম্বর) গুরু ও নোরা ফাতেহি এর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, তারা সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। নোরার পরনে ছাই রঙা টপস ও কালো শর্টস। অন্যদিকে গুরু পরেছেন প্রিন্টেড শার্ট ও শর্টস। তাদের মুখে হাসি, অঙ্গভঙ্গিমায় ঘনিষ্ঠতার ইঙ্গিত।
জিম করে ঘাম ঝরাচ্ছেন মিষ্টি (ভিডিও)
এ ছবি দেখে নেটবাসীর মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি প্রেমে পড়েছেন গুরু- নোরা ফাতেহি ? প্রশ্নের উত্তর এখনো অজানা। কেননা তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি।
উল্লেখ্য, নোরা ফাতেহি কানাডিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তবে ক্যারিয়ার গড়েছেন বলিউডে। নানা কাঠখড় পুড়িয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’, ‘কুসু কুসু’সহ বেশ কিছু গানে কোমর দুলিয়ে বাজিমাত করেছেন নোরা।
অন্যদিকে গুরু রানধাওয়া ভারতের পাঞ্জাবি গায়ক। তার ‘হাই রেটেড গাবরু’, ‘লাগদি লাহোর’, ‘মেড ইন ইন্ডিয়া’, ‘সুট সুট’সহ অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।