স্পোর্টস ডেস্ক : নারী সংক্রান্ত তথ্য বেরিয়ে আসছে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারদের। এবার পাকিস্তানের লেগস্পিনার শাদাব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন দুবাইয়ের এক নারী।
সোশ্যাল মিডিয়া পোস্টে ওই নারী জানিয়েছেন, শাহদাব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর বের হতেই তার পরিবার অ্যাফেকটেড হয়।
২০১৯’র বিশ্বকাপের সময় থেকে শাহদাবের সঙ্গে তার সম্পর্ক। শাহদাবের সঙ্গে দেখা করার জন্য গায়না, দুবাই, বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্লেনে করে গেছেন তিনি। এতে তার খরচ হয়েছে ১৫ হাজার ডলার।
পোস্টে তিনি আরও লিখেছেন তিনি প্রাথমিকভাবে শাহদাবকে বিশ্বাস করতেন কারণ অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী তাকে ধরে রাখার জন্য সবকিছু করতেন তিনি। তবে তাদের খবর বেরোনোর পর তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করেন।
হুমকি দিয়ে বলেন, ‘কাউকে যদি নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন তাহলে মহিলার নগ্ন ছবি ভাইরাল করে দেবেন তিনি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।