বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তীর সৌন্দর্যে বিভোর তাঁর অনুরাগীরা। তা হবে নাই বা কেন! মিমি যে ঠিক এতটাই সুন্দর, তাই তিনি যখনই নতুন নতুন লুকে সবার সামনে ধরা দেন, তখন তাঁকে দেখে চোখ ফেরানোর উপায় থাকে না। এবারও তাই হল। নিজের ইনস্টাগ্রামে লেটেস্ট ফটোশ্য়ুটের ছবি শেয়ার করলেন মিমি।
আর এই ফটোশ্যুটের জন্য তিনি চমৎকার একটি শাড়ি বেছে নিয়েছেন। একটি ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকের শাড়ি পরেছেন মিমি। আইভরি রঙের এই শাড়িতে চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে। অনুরাগীরা ছবি দেখেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আমরাও মিমির থেকে চোখ সরাতে পারছি না! চলুন দেখে নেওয়া যাক, ঠিক কেমন ছিল মিমির সাজ? কেন তাঁকে নিয়ে এতটা হইচই পড়ে গেল নেটপাড়ায়?
আইভরি রঙের একটি শাড়ি বেছে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। এই ধরনের শাড়ি যে কোনও অনুষ্ঠানে কিংবা বিয়ের নিমন্ত্রণে আপনি পরতে পারেন। বেশ দেখায়! কারণ, হালকা রঙের শাড়ির উপরে যখনই ভারী কারুকার্য করা থাকে, তখনই তা হয় দেখার মতো! মিমি চক্রবর্তীর শাড়ির ক্ষেত্রেও তাই হয়েছে।
সম্পূর্ণ ব্যাকলেস ব্লাউজের সঙ্গে তিনি যখন একটি আইভরি রঙের সি থ্রু শাড়ি পরে ফটোশ্যুট করেছেন, তখন তাঁকে দেখে প্রেমে পড়েছেন সবাই। সঙ্গে যোগ হয়েছে মিমির মন ভোলানো হাসি। যা তাঁর এই এলিগেন্ট লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আমরা তো তাঁর প্রত্যেকটা ছবি বারবার করে দেখছি।
ফুটে উঠল ফ্লোরাল মোটিফ
একটি আইভরি রঙের শাড়ি পরেছেন মিমি চক্রবর্তী। আর এই আইভরি শাড়িতে রয়েছে ভারী কারুকার্য। মনোক্রম্যাটিক এই নাম্বারটি জাস্ট অসাধারণ! মাথা থেকে পা পর্যন্ত তিনি যেভাবে এই আইভরি রঙকেই মেন্টেন করেছেন, তা প্রশংসা করার মতোই। ভারী এমবেলিশড কাজ করা রয়েছে শাড়িতে। যেমন এখানে সাদা সুতোর এমব্রয়ডারি কাজ রয়েছে। ত্যুল ফ্যাব্রিকের এই শাড়িতে সাদা সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ। ছোট ছোট ফুল এই শাড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। যা শাড়ির শোভাকে বাড়িয়েছে কয়েক গুণ।
আইভরি শাড়ির বিশেষ দিকেই আটকাল চোখ
এর পাশাপাশি এই শাড়িতে সুন্দর সিকুইন কাজও রয়েছে। যা শাড়িতে বিশেষ চমক যোগ করেছে। সম্পূর্ণ শাড়িজুড়েই রয়েছে এই একই কাজ। যা এক কথায় দুর্দান্ত। সুন্দর সিকুইন কাজ এই শাড়িতে একটি ব্লিং এফেক্ট যোগ করেছে। যার জন্য এ শাড়িটি হয়ে উঠেছে একটি আদর্শ পার্টি ওয়্যার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।