জুমবাংলা ডেস্ক : গত দুই বছরে সরকারকে ১৮০ কোটি টাকার ভ্যাট দিয়েছে গুগল, ফেসবুক, অ্যামাজনসহ ১৮টি কোম্পানি। জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া এই প্রতিবেদনে অসন্তোষ জানিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জে বি হাসানের আদালত এ অসন্তোষ জানান। এ ছাড়া আগামী ৫ নভেম্বরের মধ্যে সব ডিজিটাল ফ্লাটফর্মের ভ্যাট ট্যাক্সের হিসাব দিতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব বলেন, রায়টি বাস্তবায়ন করতে পুর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার তাগিদ দিয়েছেন আদালত।
দেশে অ্যামাজনসহ বিভিন্ন কোম্পানি থেকে সঠিকভাবে রাজস্ব আদায় করা গেলে বছরে কয়েক হাজার কোটি টাকা আয় করা সম্ভব বলে মন্তব্য করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।