Advertisement
জুমবাংলা ডেস্ক : রক্ষণাবেক্ষণ আর সরকারের উন্নয়ন কাজে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। ভবন নির্মাণে সঠিক পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একটি ইমারত যদি সঠিকভাবে নির্মিত না হয়, তবে সেই ভবনে থাকা মানুষগুলোর জীবন বিপন্ন হতে পারে।
রবিবার (৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
পিডাব্লুউডি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য পূর্তমন্ত্রী বলেন, আপনাদের মনে রাখতে হবে আপনাদের ওপর রাষ্ট্রের উন্নয়নের অনেকাংশ নির্ভর করছে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব এবং আপনাদের কাজ যেন লোক দেখানো না হয়।
শ ম রেজাউল করিম কর্মকর্তা-কর্মচারীদের সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ৭ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এ পর্যন্ত আপনাদের কোন কাজে হস্তক্ষেপ করিনি। বা কাউকে কোন কাজের সুপারিশও করিনি। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। অন্যের কাজে হস্তক্ষেপ না করাই ভালো।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।