Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চুরি হয়ে গেলো আস্ত লোহার ব্রিজ। সরকারি কর্মকর্তা সেজে চুরি করা হয় ৬০ ফুট দীর্ঘ সেতুটি। যার ওজন ছিল প্রায় ৫০০ টন। অদ্ভুত এমন কাণ্ড ঘটেছে বিহার রাজ্যের সাসারাম থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আমিয়াওয়ার গ্রামে।
আরা-সোনে নামের খালের উপর নির্মিত এই সেতুটি ছিল ৪৫ বছরের পুরানো। দিনের আলোতেই যা চুরি করে নিয়ে যায় চোর চক্র। গ্যাসকাটার ও বুলডোজার নিয়ে হাজির হয় চোরের দল। তিনদিন ধরে কাটা হয় ব্রিজ। পরে তুলে নিয়ে যায় পিকআপ ভ্যানে।
এদিকে হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, চুরির ঘটনা দেখেছেন কিছু গ্রামবাসী। এ ঘটনায় জড়িতদের সন্ধানে চলছে পুলিশের বিশেষ অভিযান। যদিও এখনও গ্রেফতার করা হয়নি কাউকে। সূত্র: হিন্দুস্থান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।