জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার খোকসা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী বিকাশ কুমার সরকারকে প্লাস্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছেন এক কাউন্সিলর। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খোকসা পৌরসভা চত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাউন্সিলরের নাম হাসেম আলী। তিনি পৌরসভা ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদেশের মতো খোকসাতেও সমাজসেবা কার্যালয়ের সমস্ত ভাতাভোগীদের ভাতার টাকা সরাসরি ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং (নগদ) এর হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে গত ২০ ফেব্রুয়ারি পৌরসভায় নগদ অ্যাকাউন্ট খোলার জন্য ভাতাভোগীরা ভিড় জমায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং লাইন সোজা করতে ইউনিয়ন সমাজকর্মী বিপুল কুমার সরকার কাজ করছিলেন।