জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সরকারের মহাদুর্নীতির কারণে দেশের অর্থনীতি সংকটে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকার এমন পাহাড়, তাদের কাছে কোনো দাবি পৌঁছায় না।
রিজভী বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুনসন্ত্রাস করে আন্দোলন করেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ বিরোধীদলগুলো এখন শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করছে। কিন্তু সেই আওয়ামী লীগ আজ বিভিন্ন ষড়যন্ত্র, দমনপীড়নের মাধ্যমে বিএনপির আন্দোলন দমনে ব্যস্ত। জনদাবিকে উপেক্ষা করে ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে একদলীয় শাসন কায়েম করছে। ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার।
তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা আজ ধ্বংসের পথে। বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা-গায়েবি মামলায় অন্যায়ভাবে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে এ সরকার।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ মহিলা দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।