স্পোর্টস ডেস্ক: সরফরাজ আহমেদ ও কামরান আকমল পাকিস্তান টি-টোয়েন্টি দলে খেলার জন্য ফিট আছে। দল যদি চায় তাদের ফেরাতে পারে। পাকিস্তানের একটি স্থানীয় সংবাদ মাধ্যমে এমনটি বলেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে নিজ নিজ দলের হয়ে সরফরাজ আহমেদ ও কামরান আকমল প্রত্যাশিত পারফরম করেছেন। যে কারণে সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এই দুই উইকেটকিপার ব্যাটসম্যান জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত।
প্রসঙ্গত, সরফরাজ আহমেদ পাকিস্তানের হয়ে ২০১০ সাল থেকে গত বছরের অক্টোবরের আগ পর্যন্ত ৪৯টি টেস্ট, ১১৬টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৫টি সেঞ্চুরিতে ৫ হাজার ৭৭১ রান সংগ্রহ করেছেন।
সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে পাকিস্তান। কিন্তু সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়ায় নেতৃত্ব থেকে সরফরাজকে সরিয়ে দেয়ার পাশাপাশি দল থেকেও বাদ দেয়া হয়।
অন্যদিকে ২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর সবশেষ ২০১৭ সালের এপ্রিলে ম্যাচ খেলেন কামরান আকমল। জাতীয় দলের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ৩৮ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.