বিজনেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অ্যারাবিকা কফির দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সরবরাহ সংকট ও শীর্ষ উৎপাদক দেশ ব্রাজিলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খরব নাসডাক।
তথ্য বলছে, ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে অ্যারাবিকা কফির মূল্য স্থির হয়েছে পাউন্ডপ্রতি ২ ডলার ১১ সেন্ট, যা আগের কার্যদিবসের তুলনায় ৬ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেশি। এর আগে চুক্তিটির দাম পাউন্ডপ্রতি ২ ডলার ১০ সেন্টে নেমে গিয়েছিল, যা এক মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশেষজ্ঞরা বলছেন, গত বছর ভয়াবহ খরার কারণে ব্রাজিলে কফি উৎপাদনে ধস নামে। চলতি বছরে দেশটির উৎপাদন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় আবারো উৎপাদন কমার পূর্বাভাস মিলছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে বিশ্বের অন্য শীর্ষ দেশগুলোর উৎপাদনও চ্যালেঞ্জের মুখে।
কোনোভাবেই দেশে ডিম আমদানি হবে না, সাফ জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী
![](https://inews.zoombangla.com/wp-content/uploads/2024/12/2-39.jpg)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।