Advertisement
জুমবাংলা ডেস্ক : মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সমাজ সেবার কাজে বেশি সময় দেয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক বিবৃতিতে গেটস জানান, এখন থেকে বৈশ্বিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু নিয়ে আরও বেশি কাজ করবেন তিনি। তবে, প্রতিষ্ঠানটির নীতিনির্ধারণী বিভিন্ন কাজে তিনি থাকবেন বলে জানিয়েছেন গেটস।
বিশ্বের অন্যতম এই ধনকুবের ২০০৮ সালে মাইক্রোসফটের দাপ্তরিক কাজ থেকে সরে দাঁড়ান। ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পরেই বিল গেটসের অবস্থান। ৬৫ বছর বয়সী গেটসের সম্পদের পরিমাণ ১০৩ বিলিয়ন ডলারের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।